মনিরুল হক,কোচবিহারঃ দিল্লি থেকে কেন্দ্রীয়ভাবে সিতাই বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেন দীপককুমার রায়ের। এদিকে নাম ঘোষণার পরেই আজ কোচবিহার জেলা বিজেপির সদর দপ্তরে আসেন বিজেপি প্রার্থী দীপক কুমার রায়। এদিন সেখানে দলীয় নেতৃত্বদের সাথে দেখা করেন এবং কথা বলেন।
তিনি জানান, “নির্বাচন পরিবেশ পরিস্থিতির উপর হয়। সারা রাজ্যে মহিলা রাজপথে নেমেছে,সাধারণ মানুষ নেমেছে, বেকার যুবকরা নেমেছে, শ্রমিকরা নেমেছে। এছাড়া মানুষ রাজ্যের শাসক দলের প্রতি মানুষ বীতশ্রদ্ধ হয়েছে। তাই তৃণমূল কংগ্রেস সন্ত্রাস করে,মানুষকে ভয় দেখিয়ে, ভোট কেন্দ্রে যেতে না দিয়ে ভোট করিয়ে নিয়ে ওয়ার্কওভার তৈরি করা।”
সিতাই বিধানসভায় উপনির্বাচনে ভোটে লড়াইয়ের কি ইস্যু নিয়ে করবেন এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, সিতাইয়ে কলেজ, ফায়ার ব্রিগেট, বেকারদের কর্মসংস্থান সহ বিভিন্ন ইস্যুতে ভোট ময়দানে লড়াই করতে নামব।
উল্লেখ্য,দীপকবাবু একসময় বামফ্রন্টে ছিলেন। তিনি বামেদের হয়ে ভোটেও লড়েছিলেন। তবে ২০১৭ সালে বাম শিবির ছেড়ে তিনি বিজেপিতে যোগ দেন। এরপর ২০২১ সালে সিতাই বিধানসভা কেন্দ্রে বিজেপির হয়ে প্রতিদ্বন্দিতা করলেও জিততে পারেননি। সেবার তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার কাছে পরাজিত হয়েছিলেন তিনি। সিতাইয়ের বাসিন্দা বিজেপি প্রার্থী মাথাভাঙ্গা ২ নং ব্লকের আটপুকুরি হাই স্কুলের শিক্ষক। সেই সঙ্গে বিগত দেড় বছর ধরে দলের জেলা সম্পাদকের পদও সামলাচ্ছেন তিনি। দলের সিতাই বিধানসভার কনভেনরের দায়িত্বেও রয়েছেন তিনি তিন বছর ধরে।
এদিন বিজেপি প্রার্থীর নাম ঘোষণার পর দলের জেলা সভাপতি সুকুমার রায় বলেন,‘দীপককুমার রায়কে আমাদের প্রার্থী করা হয়েছে। সিতাইয়ের মানুষ দীপকবাবুকেই বিধায়ক হিসেবে বেছে নেবেন। আগে থেকেই আমাদের প্রস্তুতি চলছিল। এবার জোরদার প্রচারে নামা হবে।’