‘মাতব্বরির শাসন কায়েম করতে চাইছে তৃণমূল,এই রাজ্যে তাই দেখা যাচ্ছে ’, কোচবিহারে এসে কটাক্ষ সেলিমের

57

কোচবিহার, ২১ জুলাইঃ লোকসভা নির্বাচনে বিপুল জয় এবং উপনির্বাচনে বিরোধীদের ধূলিসাৎ করে দেওয়ার পর কলকাতার বুকে ২১ জুলাইয়ের শহিদ সমাবেশ থেকে আগামীর বার্তা দিল তৃণমূল কংগ্রেস। শহিদ তর্পনের পাশাপাশি ২৬-এর বিধানসভা নির্বাচনের লড়াইয়ের ডাক দেওয়া হল এদিনের মঞ্চ থেকেই। কর্মী-সমর্থকদের দেওয়া হল একাধিক নির্দেশিকার পাশাপাশি, তৃণমূল কংগ্রেস কর্মীদের সংযত হওয়ার বার্তা। দুর্নীতির সঙ্গে কোনওভাবেই আপস করা হবে না বলে কড়া বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলের কোনও নেতা অনিয়ম বা অন্যায়ের সঙ্গে যুক্ত থাকলে তাঁর বিরুদ্ধে দল কড়া ব্যবস্থা নেবে বলে জানিয়ে দেওয়া হয়েছে দলের তরফে। সেই নিয়ে কটাক্ষ করতে ছাড়েন নি সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

এদিন সিপিআইএমের কোচবিহার জেলা কমিটির বৈঠকে যোগ দিতে আসেন সেলিম। সেখানে সাংবাদিক বৈঠক করেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন, আইনের শাসনের বদলে মাতব্বরির শাসন কায়েম করতে চাইছে তৃণমূল। এমনটাই দেখা যাচ্ছে এই রাজ্যে। পাশাপাশি, ধর্মকে ব্যবহার করে বিজেপিকেও সুযোগ করে দিচ্ছে।

দুর্নীতির বিরুদ্ধে তৃণমূলের ‘জিরো টলারেন্স’ নীতির বিরোধিতার বিষয়টি নিয়ে সেলিমের খোঁচা দিয়ে বলেন, কতজনের বিরুদ্ধে উনি ব্যবস্থা নিয়েছেন। যতজন জেলে আছেন। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, যারা জমির দখল নিয়েছে, কতজনকে তিনি বের করেছেন। পাশাপাশি বামপন্থী দল থেকে যাদের আমরা চারিত্রিক দোষ সহ বিভিন্ন কারণে বের করেছি, তিনি তাদের সম্পদ মনে করে দলে নিয়েছেন।’