শুভেন্দু অধিকারীর কোচবিহার সফর ঘিরে উত্তেজনা, খাগড়াবাড়িতে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ তৃণমূলের

201

কোচবিহার, ৫ আগস্ট: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-র কোচবিহার সফরকে কেন্দ্র করে মঙ্গলবার গোটা জেলাজুড়ে ছড়াল প্রবল উত্তেজনা। সফরের শুরুতেই বিভিন্ন স্থানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখান। পরিস্থিতি চরমে ওঠে যখন খাগড়াবাড়ি এলাকায় শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতা নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ।

এদিন শুভেন্দু অধিকারীর কনভয় যখন কোচবিহারে প্রবেশ করে,সেই সময় ঘোকসাডাঙা এলাকায় রাস্তার ধারে তৃণমূল কংগ্রেসের কর্মীরা কালো পতাকা হাতে জমায়েত হন। তাঁরা স্লোগান দেন এবং শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ জানান।

তৃণমূলের স্থানীয় নেতৃত্বের দাবি,“বাংলা ও বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে অপমানজনক বক্তব্য তিনি রাখছেন, তার প্রতিবাদেই আমাদের এই শান্তিপূর্ণ বিক্ষোভ।”

দুপুরের দিকে উত্তেজনা চরমে পৌঁছয় যখন খাগড়াবাড়ি এলাকায় শুভেন্দু অধিকারী ও নিশীথ প্রামাণিকের গাড়িকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয় এবং গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। গাড়ির কাঁচ ভেঙে যায়, তবে দুই বিজেপি নেতাই অক্ষত রয়েছেন বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর খাগড়াবাড়ি ও আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পুরো বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।