ঘোষিত হল তৃণমূলের ব্লক কমিটি, ৯ আসনে জয়ের বার্তা অভিজিৎ দে ভৌমিকের

685

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহারে ঘোষিত হল তৃণমূল কংগ্রেসের নতুন ব্লক কমিটি। মঙ্গলবার রাজ্য নেতৃত্বের তরফে তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল মহিলা কংগ্রেস এবং আইএনটিটিইউসির ব্লক সভাপতিদের নাম ঘোষণা করা হয়। নতুন দায়িত্বপ্রাপ্তদের উষ্ণ অভিনন্দন জানিয়েছেন দলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, “বাংলা বিদ্বেষীদের বিরুদ্ধে সর্বত্র গর্জে উঠুন।”

একই সঙ্গে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে কোচবিহারে শূন্য করতে একযোগে লড়াইয়ের ডাক দিয়েছেন। নয়টি বিধানসভা আসনেই তৃণমূলের জয় নিশ্চিত করতে হবে বলে দলের কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দেন অভিজিৎবাবু।

জেলা সভাপতির বক্তব্য, নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বদের পাশে নিয়ে সংগঠনকে আরও মজবুত করতে হবে। মানুষের স্বার্থে কাজ করাই হবে অগ্রাধিকার। পাশাপাশি ব্লক থেকে বুথস্তর পর্যন্ত সংগঠনকে সক্রিয় রাখার ওপরও তিনি জোর দেন।

রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে, নতুন ব্লক কমিটির ঘোষণার মাধ্যমে ২০২৬-এর নির্বাচনের আগে সংগঠনে নতুন উদ্যম আনতে চাইছে তৃণমূল। অন্যদিকে জেলা নেতৃত্বের ৯ আসনে জয়ের লক্ষ্য রাজনৈতিক লড়াইকে আরও চড়া পর্যায়ে নিয়ে যাবে বলেই মত পর্যবেক্ষকদের।