দল ছাড়লেন ত্রিপুরার তৃণমূল সভাপতি পীযূষকান্তি বিশ্বাস

0
147

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৪ জুলাই, আগরতলা: দল ছাড়লেন ত্রিপুরার তৃণমূল সভাপতি পীযূষকান্তি বিশ্বাস। এমনকি, দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। তৃণমূলের সর্বভারতীয় চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো পদত্যাগপত্রে পীযূষ লিখেছেন, ‘‘আমাকে ত্রিপুরা তৃণমূলের সভাপতির দায়িত্ব দেওয়ার জন্য দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ।’’

তবে তৃণমূল ছাড়লেও অন্য কোনও দলে যোগ দেওয়ার সম্ভাবনা খারিজ করে দিয়েছেন পীযূষ। পেশায় আইনজীবী পীযুষবাবু দীর্ঘদিন ধরে ত্রিপুরার রাজনীতির সঙ্গে যুক্ত। বেশ কিছুদিন প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতিও ছিলেন তিনি। গত বছরের ডিসেম্বরে তৃণমূলে যোগদানের পাঁচদিনের মধ্যেই ত্রিপুরা তৃণমূলের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল পীযূষকে। কিন্তু তাঁর নেতৃত্বে বিধানসভায় তেমন সাফল্য আসেনি।

দলত্যাগ নিয়ে তিনি বলেন, ‘পারিবারিক এবং ব্যক্তিগত কারণেই কিছু দিন রাজনীতির থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছি।’ ত্রিপুরায় তৃণমূলের দলীয় পর্যবেক্ষক হিসাবে থাকা রাজীব বন্দ্যোপাধ্যায় এদিন এই ঘটনার পরিপ্রেক্ষিতে জানিয়েছেন, ‘কেন উনি ইস্তফা দিলেন, খোঁজ নিচ্ছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here