মদ্যপ চালকদের কীর্তি, রামপুরহাটে ৪০ মিনিট দাঁড়িয়ে থাকল ট্রেন, আতঙ্কে যাত্রীরা

40

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৮ অগাস্ট, রামপুরহাটঃ মদ্যপ অবস্থায় চালাচ্ছিলেন ট্রেন! হাতেনাতে পাকড়াও দুই চালক। ট্রেন থামিয়ে নামানো হল অভিযুক্তদের। অন্য চালক দিয়ে চালানো হল ট্রেন। চাঞ্চল্য বীরভূমের রামপুরহাট স্টেশনে।

জানা গিয়েছে স্টেশনে ঢোকার আগে হঠাৎ ঝাঁকুনি! সিগন্যাল ছাড়াই দাঁড়িয়ে যায় ট্রেন। টানা ৪০ মিনিট ঠায় ওইভাবেই দাঁড়িয়ে থাকল আপ হাওড়া- জয়নগর এক্সপ্রেস। পরে জানা যায় ট্রেনের চালক সঞ্জয় কুমার ও সহকারি চালক রাহুল কুমার নাকি মত্ত অবস্থায় ছিলেন! এই যাত্রীদের মধ্যেই একজন রামপুরহাট স্টেশনের ম্যানেজার কৃষ্ণকুমারকে বিষয়টি খুলে জানান।

ইঞ্জিন থেকে দু’জনকেই নামিয়ে আনেন রেলের আধিকারিকরা। শেষে অন্য চালককে দিয়ে ট্রেনকে ফের গন্তব্য উদ্দেশ্য রওনা করিয়ে দেওয়া হয়।  এই ঘটনায় স্বাভাবিকভাবেই যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। রেল সূত্রে খবর, অভিযুক্ত দুই চালককে রামপুরহাট স্টেশনে নামিয়ে মেডিক্যাল টেস্টের জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। যাত্রী রীতিমতো আতঙ্কিত। যদিও এই ঘটনাটি নিয়ে মুখ খুলতে চাননি রেলের আধিকারিকরা।