প্রদীপ কুন্ডু, তুফানগঞ্জ: ৫০ বোতল ফেনসিডিল সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল তুফানগঞ্জ থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে তুফানগঞ্জ ১ নং ব্লকের অন্তর্গত কালজানি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে একটি আসাম নম্বরের বোলারো গাড়িকে আটক করে তল্লাশি চালায়। সেখান থেকে ৫০ বোতল ফেনসিডিল সহ এক ব্যক্তিকে আটক করে পুলিশ।
কোচবিহার জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তির নাম আব্দুল বারিক মন্ডল। তার বাড়ি তুফানগঞ্জ ১ নং ব্লকের অন্তর্গত দক্ষিণ ঝাউকুঠি এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে তুফানগঞ্জ থানার পুলিশ সাদা পোশাকের একটি দল গঠন করে কালজানি ব্রিজ সংলগ্ন এলাকায় গিয়ে অভিযান চালায়। সেখানে একটি বোলারো গাড়ির ভিতরে তল্লাশি চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল সহ একজনকে আটক করে।
এদিন তুফানগঞ্জ ১ নং ব্লকের বিডিও সঞ্জয় ঘিসিং এর উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তা উদ্ধার করা হয়। আজ তাকে তুফানগঞ্জের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় বিচারকের এজলাসে তোলা হয়। বিচারপতি তাদের তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।