খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৪ জুলাই, তুফানগঞ্জ: প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন তুফানগঞ্জ পুর এলাকার বিভিন্ন ওয়ার্ড। প্রসঙ্গত বেশ কয়েকদিন ধরে বৃষ্টির জেরে ইতিমধ্যেই জলস্তর বৃদ্ধি শুরু হয়েছে রায়ডাক নদীতে। তুফানগঞ্জ পুর এলাকার ৫ নং ওয়ার্ডের বিবেকানন্দ পাইকারি সবজি বাজার ইতিমধ্যেই জলমগ্ন হয়েছে। তুফানগঞ্জ পুরসভার পক্ষ থেকে বিভিন্ন স্কুলগুলিতে ফ্লাড শেল্টারও খোলা হবে বলে জানানো হয়েছে ।