জোড়া খুন চাঞ্চল্য দিনহাটার ভেটাগুড়িতে

2885

দিনহাটা, ১৪ জানুয়ারি: জোড়া খুনের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ভেটাগুড়ি এলাকায়। ঘটনাটি ঘটেছে দিনহাটার ভেটাগুড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের নগরমন্ডল বাজার সংলগ্ন উত্তর বালাডাঙ্গা এলাকায়। মৃত ওই দুই ব্যক্তির নাম হাসানুর রহমান (৩৫)। তার বাড়ি কান্তিরখাওয়া এলাকায়। অপরজন ইউসুফ মিয়া(৫৫)। তার বাড়ি দিনহাটা আটিয়াবাড়ি প্রথম খন্ড পশ্চিম এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রাত সাড়ে নয়টা নাগাদ নগরমন্ডল বাজার সংলগ্ন উত্তর বালাডাঙ্গা এলাকায় একে অপরের সাথে বচসায় জড়ায়। তারপর দুইজন দুজনকেই ছুরি মারে বলে অভিযোগ। পরে স্থানীয়রা তা দেখতে পেরে স্থানীয় লোকজন তাদের ছুরিকাহত অবস্থায় উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের দুজনকে মৃত বলে ঘোষণা করেন। পরে খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ প্রথমে থানায় যায়। পরে সেখান থেকে দিনহাটা এস ডি পি ও ধীমান মিত্র ও দিনহাটা থানার আইসি জয়দীপ মোদকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নগর মন্ডল বাজার সংলগ্ন উত্তর বালাডাঙ্গা এলাকার ঘটনাস্থলে যান। সেখানে তারা সরেজমিনে ওই জোড়া খুনের তদন্ত শুরু করেছেন বলে জানা গিয়েছে।

মৃত হাসানুর রহমানের স্ত্রী সাহেরা বানু জানান, আমাকে পাশের বাড়ির একজন গিয়ে খবর দিলো যে তোমার স্বামীকে কে যেন ছুরি মেরেছে। আমি শোনামাত্র ছুটে গিয়ে দেখে জমিতে পরে রয়েছে। পরে তাকে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে আসি,ডাক্তার জানান তার মৃত্যু হয়েছে। তবে তার সন্দেহ, পাড়ার এক ব্যক্তিকে। তিনি প্রতিনিয়ত হুমকি দিতেন মেরে ফেলার জন্য। কারণ তাদের সাথে একটা পারিবারিক বিবাদ চলছে। তারা এক কাজ করতে পারে বলে সন্দেহ।

স্থানীয় পঞ্চায়েত সদস্য জানান, যারা খুন হয়েছে তারা দুজনে কয়েকমাস আগে চার বছর জেল খেটে বাড়িতে আসেন। এখন তাদের মধ্যে কোন লেনদেনের ব্যাপার রয়েছে কি না তা জানি না। শুনেছি তারা দুজনে নাকি একসাথে একই জেলে ছিলেন। আজ কে কাকে খুন করলো তা বলতে পারব না।