পরীক্ষা দিতে এসে পথ দুর্ঘটনায় আহত দুই নবম শ্রেণীর ছাত্র, চাঞ্চল্য মরিচবাড়ি খোল্টায়

71

কোচবিহার, ৫ ডিসেম্বরঃ বেপরোয়া গতিতে বাইক চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত দুই নবম শ্রেণীর ছাত্র। ঘটনাটি ঘটেছে কোচবিহার ২নং ব্লকের মরিচবাড়ি খোল্টা সংলগ্ন এলাকায়। ওই ঘটনার পর বিকট শব্দ পেয়ে স্কুলের শিক্ষকরা ও স্থানীয়রা ছুটে এসে আহত ওই দুই ছাত্রকে উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ১ টা নাগাদ প্রণব বর্মন ও শুভজিৎ দাস নামে দুই ছাত্র মোটোর সাইকেল করে পরীক্ষা দিতে মরিচবাড়ি হাই স্কুলের যাচ্ছিল। সেই সময় মোটর সাইকেলের গতি বেশি থাকায় মোড় নিতে গিয়ে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি গাছ ও পরে দেওয়ালে গিয়ে ধাক্কা মারে। সেই সময় ওই গাছটি উপরে পড়ে যায় এবং পেছনে থাকা বাকি ছাত্র ছিটকে গিয়ে দেওয়ালে ধাক্কা  খায়। পরবর্তীতে সে বিকট আওয়াজ শুনে ছুটে আসে ওই স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে এলাকার স্থানীয়রা। পরে ওই দুজন ছাত্রকে উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। যদিও ওই দুই ছাত্র যখন মটোর সাইকেল চালাচ্ছিল তাদের মাথায় কোন হেলমেট ছিল না। পরে পুলিশ গিয়ে দুর্ঘটনাগ্রস্থ মোটর সাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এদিন এবিষয়ে আহত ছাত্র প্রণব বর্মণের মা জানান, আমার ছেলে মরিচবাড়ি হাই স্কুলে নবম শ্রেণীর ছাত্র।  আজ তার পরীক্ষার শেষ দিন। স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার পর বাড়িতে কোন কিছু ছেড়ে গিয়েছিল। সেটি আনতে বন্ধুর মোটর সাইকেল নিয়ে বাড়ি যাওয়ার জন্য বেড়িয়েছে। সেই সময় মরিচবাড়ি খোল্টা সংলগ্ন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। পরে স্কুলের শিক্ষকরা আমাকে খবর দেয়। আমি খবর পেয়ে হাসপাতালে আসি। পরে জানতে পারি আমার ছেলের সাথে আরও একজন বাইকে ছিল। সেও আহত হয়েছে। তাদের দুজনের চিকিৎসা চলছে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।