দেশ ছাড়ার চেষ্টা! বিমানবন্দরেই গ্রেপ্তার বাংলাদেশের সদ্য প্রাক্তন ২ মন্ত্রী

0
193

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৬ আগস্ট, ঢাকা: বিদেশে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বিমানবন্দরে গ্রেফতার হয়েছেন সদ্য প্রাক্তন বিদেশমন্ত্রী হাসান মাহমুদ। শেখ হাসিনা সরকারের অন্তত বিশ্বাসযোগ্য মন্ত্রী ছিলেন তিনি। মঙ্গলবার তিনি দেশ ছাড়তে চাইলে তাঁকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়।

সোমবার শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকেই অন্তরালে ছিলেন তিনি। মঙ্গলবার শেখ হাসিনা সরকারের অপর প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। তিনি এয়ারপোর্টের ভিআইপি লাউঞ্জে বসেছিলেন। সেই সময় বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁর সঙ্গে কথা বলেন। এরপর তাঁকে আটক করা হয়। সূত্রের খবর তিনি ভারতে চলে আসার চেষ্টা করছিলেন।

ছাত্রদের আন্দোলনে আওয়ামী লিগের যে নেতারা সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েন পলক তাঁদের অন্যতম। আন্দোলন দমনে তাঁর বিরুদ্ধে বারে বারে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছিল। আবার গোটা দেশে ইন্টারনেট বন্ধ থাকার সময় তাঁর ফেসবুক সচল থাকা নিয়েও প্রশ্ন ওঠে।

পাশাপাশি বিমানবন্দর থেকে আটক ছাত্রলিগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলিগের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ। সূত্রের খবর, এদিন বিকেলে এই দুই ছাত্রলিগ নেতা দেশ ছাড়তে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। তাঁদের সেখানে আটকে দেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে এই দুই নেতার বিরুদ্ধে। সোমবারই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তারপরও পড়শী দেশে অশান্তি থামার লক্ষণ নেই। মূলত আওয়ামি লিগের নেতা, সাংসদদের বাড়ি, হোটেলে হামলা চালানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here