বিশ্বজিৎ সরকার, শিলিগুড়িঃ ভারত নেপাল সীমান্ত থেকে দুই বাংলাদেশী যুবককে আটক করল এসএসবির ৪১নং ব্যাটালিয়নের জওয়ানরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার শিলিগুড়ি মহকুমার ভারত নেপাল সীমান্ত বরাবর পানিট্যাঙ্কির ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায়। ধৃত দুই যুবকের নাম আব্দুল রজাক(৩৮)ও মাসুম(২২)। আব্দুলের বাড়ি বাংলাদেশের নওগাঁ জেলার সিসা গ্রামের ও মাসুমের বাড়ি বাংলাদেশের ভক্তরপুর গ্রাম এলাকায়। ধৃতদের শনিবার আদালতে তোলা হবে।
জানা গিয়েছে,এদিন ওই দুই যুবক পানিট্যাঙ্কি হয়ে নেপালে প্রবেশ করতে চেয়েছিল। এরপরেই সন্দেহ হয় কর্মরত জাওয়ানদেন। এরপর তাদের আটক করে বৈধ কাগজপত্র দেখাতে বলা হয়। কিন্তু তারা কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এরপর তাদের গ্রেফতার করা হয়।
যদিও এস এসবি প্রাথমিক তদন্তে জানতে পারে ধৃত দুই যুবক ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা বালুরঘাট থেকে চোরাপথে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। পরে পানিট্যাঙ্কি হয়ে অবৈধভাবে নেপালের বীরগঞ্জে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পেশায় দুই যুবক রাজমিস্ত্রি বলে জানিয়েছে এস এসবিকে। এদিন ধৃতদের খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এস এসবি। ধৃতদের শনিবার আদালতে তোলা হবে।