ফের তুফানগঞ্জের বারোকোদালি ১নং অঞ্চলের দুই বিজেপি পঞ্চায়েত সদস্যা যোগ দিল তৃনমূলে

0
29

কোচবিহার, ৬ আগস্টঃ ফের বিজেপি ছেড়ে তৃনমূলে যোগ দিলেন দুই পঞ্চায়েত সদস্যা। এদিন তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের বারোকোদালি ১ নং গ্রাম পঞ্চায়েতের ওই দুই বিজেপি পঞ্চায়েত সদস্যা প্রমিলা বর্মন ও গীতা বর্মন কোচবিহার নিউটাউন জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এসে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃনমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তৃনমূলে স্বাগত জানান তিনি।

সদ্য বিজেপি ছেড়ে তৃনমূলে যোগদানকারী ওই দুই পঞ্চায়েত সদস্যা জানান, আমাদের কেউ ভয় দেখিয়ে নিয়ে আসেনি। আমরা নিজের ইচ্ছায় এবং এলাকার মানুষের উন্নয়নের স্বার্থে তৃনমূলে যোগদান করলাম। এতদিন কোন উন্নয়ন করতে পারি নি, তাই দল বদলের সিদ্ধান্ত বলে জানান তারা।

কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান, আমরা তুফানগঞ্জ বিধানসভার বারোকোদালি ১ নং অঞ্চলের প্রধান সুদর্শন রায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। এই গ্রাম পঞ্চায়েতে ১৮ জন সদস্য রয়েছে। তৃণমূল পেয়েছে ১০ জন। আজ নতুন করে ওই অঞ্চলের ২ জন পঞ্চায়েত সদস্যা প্রমিলা বর্মন ও গীতা বর্মন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগদান করলেন। তাদের হাতে আমরা দলীয় পতাকা তুলে দেই। আগামিদিনে তাদের এলাকায় উন্নয়নের জন্য আমরা দায়বদ্ধ থাকব। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সব মিলিয়ে এলাকাবাসীর উন্নয়নে কাজে আমরা নিয়োজিত হবো। কারন তারা বিজেপিতে থেকে এলাকার কোন কাজকর্ম করতে পারছে না। বিজেপির নেতারাও কোন ভাবে সাহায্য করতে পারছেন না। তাই তারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নযজ্ঞে সামিল হতেই আজ তারা তৃনমূলে যোগদান করলেন বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here