খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১ জুলাই, শিলিগুড়ি: নগরায়ণ ও তার প্রভাব নিয়ে দুইদিনব্যাপী জাতীয় স্তরের সেমিনারের আয়োজন করল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগ। সেমিনারের সূচনা করলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব। পাশাপাশি ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
শনিবার ওই সেমিনারের আয়োজন হয় বিশ্ববিদ্যালয়ে। সেমিনারের আহ্বায়ক অরিন্দম বসাক জানান, পার্বত্য এবং উপপার্বত্য অঞ্চল ভূমিকম্প ও ধস প্রবণ বলে চিহ্নিত। এই সেমিনারের মূল উদ্দেশ্য শিলিগুড়ি, পার্বত্য অঞ্চল এবং দার্জিলিঙে নগরায়ণের ফলে জলের সমস্যা সহ একাধিক সমস্যা তৈরি হচ্ছে। সে সব কথা মাথায় রেখে ভবিষ্যতে পরিবেশের ভারসাম্য বজায় রেখে কী করে নগরায়ণ সম্ভব সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। সেমিনারে মেয়র গৌতম দেব ছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূপুর দাস, ভূগোল বিভাগের অধ্যাপক দীপক কুমার মণ্ডল ও রঞ্জন রায় সহ অন্যান্য অধ্যাপকরা। এছাড়াও উপস্থিত ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সহ রিসার্চ স্কলাররাও।