তুফানগঞ্জ, ১৩ নভেম্বরঃ বাঁশ বাগান থেকে দুটি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ এক ব্লকের নাটাবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের বড়চৌকি এলাকায়। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিস। সেখান থেকে ওই দুটি তাজা বোমা উদ্ধার করে নিয়ে যান।
জানা গিয়েছে, এদিন দুপুরে স্থানীয়রাই বাঁশঝাড়ে ভেতরে প্রথমে বোম গুলোকে দেখতে পান। এরপর খবর দেওয়া হয় তুফানগঞ্জ থানায়। ওই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
তুফানগঞ্জ থানার পুলিশ সুত্রে জানা গেছে,আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং সেখান থেকে দুটি তাজা বোমা উদ্ধার করা হয়। ওই দুটি বোমা কিভাবে সেখানে এলো না নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।