রাতভর জিজ্ঞাসাবাদের পর স্বপ্নদীপের মৃত্যুকাণ্ডে গ্রেপ্তার আরও ২

93

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৩ অগাস্ট, কলকাতাঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর ঘটনায় আরও দু’জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতেরা হলেন মনোতোষ ঘোষ এবং দীপশেখর দত্ত। দু’জনেই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। শনিবার রাতভর তাঁদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জেরায় তাঁদের বক্তব্যে বহু অসঙ্গতি মেলে। এরপর রবিবার সকালেই তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী তথা হস্টেলের আবাসিক সৌরভ চৌধুরীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাঁকে জেরা করেই এই দু’জনের নাম মিলেছে বলে পুলিশ সূত্রে খবর। সৌরভকে ২২ আগস্ট পর্যন্ত পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীপশেখর অর্থনীতির ছাত্র। বয়স ১৯ বছর। তিনি বাঁকুড়ার বাসিন্দা। অপর ধৃত মনোতোষের বাড়ির হুগলির আরামবাগ। সমাজবিদ্যার দ্বিতীয় বর্ষের পড়ুয়া। বয়স ২০ বছর। মনোতোষের অতিথি হিসাবেই হস্টেলে থাকছিলেন স্বপ্নদীপ। বর্তমানে যাদবপুর কাণ্ডে গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়াল মোট ৩।

স্বপ্নদীপের বাবার অভিযোগে মনোতোষের নামও রয়েছে। যদিও এফআইআরে তাঁর নাম ছিল না। সৌরভকে জিজ্ঞাসাবাদ করে মনোতোষ এবং দীপশেখরের নাম জানতে পেরেছে পুলিশ। তার পর তাঁদের থানায় ডেকে পাঠানো হয়। শনিবার রাতভর জেরা করা হয়েছে মনোতোষদের। কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম নিজে থানায় উপস্থিত ছিলেন। তারপর এদিন সকালে দুই পড়ুয়াকে গ্রেপ্তার করা হয়।

বুধবার রাতে যাদবপুর হস্টেলের বারান্দা থেকে পড়ে যান স্বপ্নদীপ। বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল স্বপ্নদীপকে। কিন্তু বৃহস্পতিবার সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় র‌্যাগিংয়ের অভিযোগ তুলে সরব হয়েছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এবং শিক্ষকদের একাংশ। স্বপ্নদীপের পরিবারের তরফেও র‌্যাগিংয়ের অভিযোগ করা হয়েছে।