খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৪ ডিসেম্বর, হায়দরাবাদঃ তেলেঙ্গানায় প্রশিক্ষণ চলাকালীন বায়ুসেনার বিমান ভেঙে পড়ে মৃত্যু হল ২ পাইলটের। জানা যাচ্ছে, মৃতদের মধ্যে একজন প্রশিক্ষক ও অপরজন শিক্ষানবীশ। বায়ুসেনা সূত্রে খবর, সোমবার সকাল ৮টা ৫৫ মিনিট নাগাদ তেলেঙ্গানার দিন্দিগালে এয়ারফোর্স অ্যাকাডেমিতে প্রশিক্ষণ চলাকালীন বিমান ভেঙে পড়ে।
পিলাটাস ট্রেনার নামে বিমানে প্রশিক্ষকের সঙ্গে রোজকার মতোই বিমান চালাচ্ছিলেন শিক্ষানবীশ। আচমকাই বিমানটি ভেঙে পড়ে। বায়ুসেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুজন। পরে তাঁদের মৃত্যুর খবর নিশ্চিত করে সেনা। দুর্ঘটনাগ্রস্ত বিমানটি মূলত একটি ইঞ্জিন বিশিষ্ট বিমান। এই বিমানে প্রাথমিক প্রশিক্ষণ নিয়ে থাকেন শিক্ষানবীশ বিমানচালকরা।
বায়ুসেনা ঘাঁটিগুলিতে ট্রেনিংয়ের জন্য মোতায়েন থাকে এই বিমান। হায়দরাবাদের ঘাঁটিতেও তা নিয়েই চলছিল প্রশিক্ষণ। কী কারণে প্রশিক্ষণরত বিমানে এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটল, তা জানতে শুরু হয়েছে তদন্ত। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মৃত দুই পাইলটের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, “হায়দরাবাদের কাছে ঘটা এই দুর্ঘটনায় আমি মর্মাহত। এটা অত্যন্ত দুঃখজনক যে দুজন পাইলট প্রাণ হারিয়েছেন। এই দুঃসময়ে আমি শোকাহত পরিবারগুলোর সঙ্গে আছি।”