দিনহাটা, ১৩ ফেব্রুয়ারিঃ বিধ্বংসী আগুনে ভষ্মিভূত হল একটি বাড়ির দু’টি ঘর। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দিনহাটা পুরসভার বউবাজার এলাকায়। দমকলের তিনটি ইঞ্জিন ঘন্টা দু’য়েকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অল্পের জন্য রক্ষা পেলো গোটা বউ বাজার এলাকা। আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে বাড়ির দু’টি ঘর ছাড়াও ঘরের আলমারি, ড্রেসিং টেবিল সহ অন্যান্য আসবাবপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র। ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, দিনহাটা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বউবাজার এলাকার বাপ্পা সাহা নামে জনৈক্য ব্যক্তির বাড়ির সামনে আবর্জনা স্তূপে কে বা কারা আগুন জ্বালায়। সেই আগুন সেখান থেকে বাইরের ঘরে রাখা ঘরের গাদায় ছড়িয়ে পড়ে। মুহূর্তে বাড়ির দু’টি ঘরেই আগুন লেগে যায়। ঘরে থাকা গ্যাস সিলিন্ডারও বিস্ফোরণ ঘটে। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তা দেখে আশপাশের মানুষজন আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে। দমকল কর্মীদের ঘন্টা দুয়েকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফলে রক্ষা পেল গোটা বউবাজার এলাকা।
বাড়ির মালিক সূত্রে জানা গেছে, আগুনে পুড়ে গিয়েছে বাড়ির দু’টি ঘর এবং ঘরের আলমারি, ড্রেসিং টেবিল, চেয়ার, চৌকি সহ অন্যান্য আসবাবপত্র ছাড়াও দরকারি কাগজপত্র, টাকা- পয়সা, পোশাক-পরিচ্ছদ সমস্ত কিছুই। ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা বলে দমকলের তরফ থেকে জানানো হয়েছে।