খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৫ জুন, বাঁকুড়াঃ রবিবার ভোরে দুটি মালগাড়ির সংঘর্ষে লাইনচ্যুত হয়ে গেল ১২টি বগি। দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ওন্দার কাছে। লুপ লাইনে দুই মালগাড়ির সংঘর্ষ ঘটে। মালগাড়ির ইঞ্জিন ও দুই ট্রেনের ১২টি বগি লাইনচ্যুত হয়ে যায়।
এদিন ভোর ৪টে নাগাদ ওন্দা স্টেশনের কাছে একটি লুপ লাইনে দাঁড়িয়ে ছিল একটি মালগাড়ি। বাঁকুড়া থেকে বিষ্ণুপুরগামী অন্য একটি মাল গাড়িও ঢুকে পড়ে ওই লাইনে। সজোরে পিছন থেকে দাঁড়িয়ে থাকা মালগাড়িতে ধাক্কা মারে। আর তাতেই লাইন থেকে ছিটকে পড়ে যায় দুই মালগাড়ির বগিগুলি। মালগাড়ির গতি বেশি থাকায় তার ইঞ্জিন অপর মালগাড়ির উপরে উঠে পড়ে। দুমড়ে মুচড়ে যায় একাধিক বগি। প্রচণ্ড শব্দ শুনে স্থানীয়রাই ঘটনাস্থলে গিয়ে মালগাড়ির ভিতরে আটকে পড়া চালকদের উদ্ধার করেন। ঘটনায় মালগাড়ির এক চালক আহত হয়েছেন।
এই দুর্ঘটনার জেরে ট্রেনের ওভারহেড তার ছিঁড়ে পড়ে। যার ফলে দক্ষিণ-পূর্ব শাখায় ব্যহত হয়েছে ট্রেন পরিষেবা। এই দুর্ঘটনার জেরে বেশ কয়েকটি ট্রেন রবিবার বাতিল করা হয়েছে। সেই সঙ্গে কয়েকটি ট্রেনের রুট পাল্টে দেওয়া হয়েছে বলে জানিয়েছে রেল।