কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে শীর্য আদালতের দ্বারস্হ মণিপুরের দুই নির্যাতিতা

0
23

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩১ জুলাই, কলকাতাঃ কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে শীর্ষ আদালতে মামলা দায়ের করলেন মণিপুরের দুই নির্যাতিতা। সেই সঙ্গে দুই নির্যাতিতার আবেদন, ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক। সেইসঙ্গে নিজেদের পরিচিতি যাতে গোপন থাকে সেই আর্জিও সুপ্রিম কোর্টে জানিয়েছেন ওই দুই নির্যাতিতা।

মামলার বিচার রাজ্যের বাইরে কোথাও করারও আবেদন জানিয়েছেন তাঁরা। সেই সঙ্গে আদালতের কাছে নিজেদের সুরক্ষার দাবি জানিয়েছেন। পাশাপাশি তাঁদের গোপন জবানবন্দি যেন তাঁকে বাড়ির কাছাকাছি কোনও ম্যাজিস্ট্রেটের কাছে নেওয়া হয় তার আর্জি জানিয়েছেন তাঁরা। এদিনই  তাঁদের মামলা শুনবেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।

গত ৪ মে মণিপুরের দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো হয়েছিল বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায়। এমনকী সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখেও পড়ে কেন্দ্র সরকার।

শীর্ষ আদালত সাফ জানায়, রাজ্য ও কেন্দ্রীয় সরকার না পারলে মণিপুরে শান্তি ফেরাতে ব্যবস্থা নেবে সুপ্রিম কোর্ট।যদিও ভাইরাল ভিডিওর ঘটনায় ইতিমধ্যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার। ইতিমধ্যেই মূল অভিযুক্ত সহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের সিবিআই নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

প্রসঙ্গত, মণিপুর কাণ্ড নিয়ে দায়ের হওয়া মামলাগুলির শুনানি হওয়ার কথা ছিল আগেই। কিন্তু প্রধান বিচারপতির অসুস্থতার কারণে তা পিছিয়ে যায়। জানা গিয়েছে, এদিনই শুরু হবে দুই নির্যাতিতার মামলার শুনানি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here