খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৯ জুন, কলকাতা: উল্টোরথের দিন বিয়ে সারলেন টলিপাড়ার জনপ্রিয় জুটি উদয় প্রতাপ সিং ও অনামিকা চক্রবর্তী। দুই পরিবারের লোকজন নিয়ে ছিমছাম অনুষ্ঠানে আইনি বিয়ে সারলেন তাঁরা। কাটলেন কেক। পোজ দিলেন ক্যামেরার সামনে। অনামিকার পরনে ছিল প্যাস্টেল রঙের শাড়ি। সঙ্গে বাহারি গয়না, সিঁথিতে চওড়া লাল সিঁদুর। উদয়ের পরনে ছিল হালকা নীল রঙের পাঞ্জাবি। নিজেদের ছবি পোস্ট করে তাঁরা লেখেন, “আমরা পেরেছি। জীবনের নতুন শুরু হল।”
বহুদিন ধরেই বন্ধুত্ব ও প্রেম তাঁদের। সম্প্রতি তাঁদের ইনস্টাগ্রামের স্টোরিতে দেখা গিয়েছিল দু’জনেই পাশাপাশি বসে আইবুড়োভাত খাচ্ছেন। প্রসঙ্গত, দুইজনেই বাংলা সিরিয়ালের বেশ জনপ্রিয় মুখ। উদয়প্রতাপ এখনও দর্শকের কাছে ‘মিঠাই’ ধারাবাহিকের রাতুল হিসাবেই পরিচিত। অন্যদিকে অনামিকাকে স্টার জলসার ‘এখানে আকাশ নীল’ সিরিয়ালে হিয়া হিসাবেই লোকে বেশি চেনেন। এছাড়াও অনেক ধারাবাহিকের তাকে অভিনয় করতে দেখা গেছে। তাঁদের বিয়ের ছবিতে ইন্ডাস্ট্রির অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন।