যাদবপুরের পাঠানো দ্বিতীয় রিপোর্টেও অসন্তুষ্ট ইউজিসি, দ্রুত আরও ব্যাখ্যা চেয়ে বিশ্ববিদ্যালয়কে চিঠি

22

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২১ অগাস্ট, কলকাতাঃ ছাত্র মৃত্যুর ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যলয়ের পাঠানো দ্বিতীয় রিপোর্টেও অসন্তুষ্ট ইউজিসি। জানা গিয়েছে, আরও বিস্তারিত ব্যাখা চেয়ে চিঠি দেওয়া হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। হস্টেলে ব়্যাগিং নিয়ে এর আগেও ক্ষোভ প্রকাশ করেছিল ইউজিসি। বলা হয়েছিল, অত্যন্ত সাদামাটা রিপোর্ট পাঠানো হয়েছে। ফের বিশ্ববিদ্যালয়কে রিপোর্ট পাঠানোর কথা বলা হয়।

ইউজিসির তরফে বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয় বিশ্ববিদ্যালয়ের কাছে। সেখানে ব়্যাগিং সংক্রান্ত বেশ কিছু জবাব দিতে হয়েছে বিশ্ববিদ্যালয়কে। সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দ্বিতীয় বারের জন্য রিপোর্ট পাঠায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু এতেও অসন্তোষ প্রকাশ করেছে ইউজিসি।

এদিন ইউজিসির চেয়ারম্যান এম জগদীশ কুমার বলেন, র‍্যাগিং খুব গুরুতর অভিযোগ। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে অবশ্যই আমাদের শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ পরিবেশ দেওয়া জন্য ইউজিসি বিধিমালা অক্ষরে অক্ষরে অনুসরণ করতে হবে।’ তিনি আরও বলেন, ইউজিসি শিগগির যাদবপুরের কাছে বিশদ ব্যাখ্যা চেয়ে চিঠি চাইবে।

যাদবপুরের ছাত্রমৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য। আর এরই মাঝে ইউজিসির নিয়ম মানা হয়েছে কিনা তা নিয়েও কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। দুদফায় রিপোর্ট জমা দিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। গত শুক্রবারই দ্বিতীয়বার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছে জবাব তলব করেছিল ইউজিসি।

র‌্যাগিং নিয়ে ১২টি প্রশ্নের জবাব চেয়ে রিপোর্ট পাঠাতে বলা হয়েছিল। উত্তর দেওয়ার জন্য ২৪ ঘণ্টা সময়ও বেঁধে দিয়েছিল ইউজিসি। সেই চিঠি পেয়েই রিপোর্ট তৈরি করে পাঠায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই ঘটনার ৪৮ ঘণ্টা পর মিলল ইউজিসির প্রতিক্রিয়া। দ্বিতীয় রিপোর্টে যে তারা সন্তুষ্ট নয়, এবার তাই স্পষ্ট জানিয়ে দিল ইউজিসি।