কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে বানাতে হবে মোদির ছবি দিয়ে ‘সেলফি পয়েন্ট’, নির্দেশ ইউজিসির

56

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, নয়াদিল্লি, ২ ডিসেম্বরঃ এবার থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে প্রধানমন্ত্রী মোদির ছবি দিয়ে সেলফি পয়েন্ট বানানোর নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। সেখানে থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি-কাট আউট। আর সেখানে দাঁড়িয়ে সেলফি তুলবেন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং পড়ুয়ারা।

মোদির ছবির সামনে সেলফি তুলতে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তা পোস্ট করতে শিক্ষক-শিক্ষার্থী-দর্শনার্থীদের উৎসাহিত করতে হবে। এজন্য শুক্রবার কমিশনের পক্ষ থেকে উপাচার্য-অধ্যক্ষদের চিঠি দিয়েছেন ইউজিসি সচিব মনীশ যোশী। এমনকি সেলফি পয়েন্ট কেমন হবে সেই সংক্রান্ত মডেলও ইউজিসি-র তরফে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিকে পাঠানো হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নানা সময়ের, নানা ভঙ্গির ছবি, কাট আউট থাকবে ওই সেলফি জোনের ব্যাকড্রপে। জি-২০ সম্মেলন, চাঁদে অভিযান ইত্যাদির সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি রাখার কথা বলা হয়েছে। প্রতিটি কলেজ, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ জায়গায় এই সেলফি পয়েন্ট তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী বছর লোকসভা নির্বাচনের আগে এমন নির্দেশিকায় দেশজুড়ে বিতর্ক ছড়িয়েছে। সমালোচকেরা মনে করছেন, নির্বাচনের আগে ক্যাম্পাসগুলোকে বিজেপি প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করতে চাইছে। আর এ জন্য প্রধানমন্ত্রীর ছবিসহ সেলফি বুথ বানানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যুক্তি অন্য। ইউজিসি বলছে, ভারতের অভূতপূর্ব উন্নতির সঙ্গে তরুণ সমাজ, বিশেষ করে শিক্ষাঙ্গনকে যুক্ত করতে এই সিদ্ধান্ত। বিভিন্ন ক্ষেত্রে ভারত অভূতপূর্ব উন্নতি করেছে। সেলফি বুথে সেসবের আলোকচিত্রের প্রদর্শন ও সেখানে সেলফি তোলা ভারতীয়দের সম্মিলিত গর্ববোধকে উৎসাহিত করবে।