জেল হেফাজতের মেয়াদ শেষের আগেই ফের “আনফিট” জ্যোতিপ্রিয়,

0
65

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৬ নভেম্বরঃ রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন রাজ্যের বর্তমান খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বৃহস্পতিবার শেষ হচ্ছে তাঁর চার দিনের জেল হেফাজত। আজ ফের আদালতে পেশ করা হলে, কী নির্দেশ দেওয়া হয় সেদিকেই নজর ছিল সব পক্ষের। তবে তার আগেই জানা গেল,জ্যোতিপ্রিয় “আনফিট।”

সূত্রের খবর, জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা এতটাই খারাপ যে জেল থেকে বেরোতে পারবেন না তিনি। তাই বৃহস্পতিবার তাঁকে সশরীরে আদালতে পেশ করবে না জেল কর্তৃপক্ষ। তবে তাঁকে ভার্চুয়ালি আদালতে পেশ করা হবে কি না সে ব্যাপারে চূড়ান্ত কিছু জানা যায়নি। তাও সম্ভব না হলে এদিন আদালতে মন্ত্রীর প্রতিনিধিত্ব করবেন তাঁর আইনজীবীরা।

সূত্রের খবর, সকালের দিকেই তিনি জানান তাঁর হাতে পায়ে ব্যথা,শরীর খারাপ। জেলের চিকিৎসক তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন। তিনি জানিয়েছেন এখনও সুস্থ নন জ্যোতিপ্রিয়।

উল্লেখ্য,গত ২৭ অক্টোবর গ্রেফতারির পর আদালতে ইডি হেফাজতের নির্দেশ শুনেই মূর্ছা গিয়েছিলেন জ্যোতিপ্রিয়। তার পর ২ দিন বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলে তাঁর। এর পর ইডি হেফাজতে সুস্থই ছিলেন তিনি। কিন্তু ইডি হেফাজতের শেষ দিনে রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়েন মন্ত্রীমশাই। গত রবিবার তাঁকে ইডি হেফাজত থেকে জেল হেফাজতে পাঠায় আদালত। আদালতের পথে ও বেরনোর সময় বারবার তিনি নিজেকে অসুস্থ বলে দাবি করতে থাকেন। দাবি করেন,তাঁর বাম দিক ক্রমশ পক্ষঘাতগ্রস্ত হয়ে পড়ছে। এমনকী মৃত্যুভয়ের কথা জানান তিনি।

গত রবিবার থেকেই প্রেসিডেন্সি জেলে রয়েছেন তিনি। আজ শেষ হচ্ছে ৪ দিনের জেল হেফাজতের মেয়াদ। বৃহস্পতিবার তাঁকে ইডির বিশেষ আদালতে পেশ করার কথা ছিল। আজ সকালের দিকেই তিনি জানান তাঁর হাতে পায়ে ব্যথা, শরীর খারাপ। জেলের চিকিৎসক তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন। তিনি জানিয়েছেন, তিনি এখনও সুস্থ নন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here