খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ১৬ জানুয়ারি, নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। বৃহস্পতিবার অষ্টম বেতন কমিশন গঠনে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। মূলত কেন্দ্র সরকারের চাকরিজীবীদের বেতন ও মহার্ঘভাতার কাঠামো নির্ধারণ করে থাকে এই বেতন কমিশন। সিদ্ধান্ত নেয় বেতন বৃদ্ধির বিষয়েও। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেই নতুন বেতন কমিশন গঠনে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আলোচনার শেষে কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই কথা জানান।
মন্ত্রী আরও জানান, খুব শীঘ্রই কমিশনের চেয়ারম্যান ও দুজন সদস্য নিয়োগ করবে সরকার। প্রতি দশ বছর অন্তর একটি নতুন বেতন কমিশন গঠন করে কেন্দ্রীয় সরকার। সরকারি কর্মচারীদের মাইনেতে পরিবর্তন আনতেই গঠন করা হয়ে এই কমিশন। সপ্তম বেতন কমিশন গঠিত হয়েছিল সদ্য প্রয়াত মনমোহন সিংয়ের জমানায়।
২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি। পরের বছর কমিশন প্রথম সুপারিশ করে। ২০১৬ সালের ১ জানুয়ারি সেই সুপারিশ কার্যকর হয়েছিল। সেই হিসাবে অষ্টম কমিশনের সুপারিশ আগামী ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। নতুন বেতন কমিশন গঠনের অনুমোদন মেলায় আশায় বুক বাঁধছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। ন্যূনতম মূল বেতন (বেসিক পে) কতটা বৃদ্ধি পাবে, আরও কী কী সুবিধা হবে, তা নিয়ে হিসাব কষতে শুরু করেছেন তাঁরা।
বর্তমান কর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পেনশন এবং অন্য ভাতাও পুনর্মূল্যায়নের বিষয়টি বিবেচনা করে বেতন কমিশনগুলি। আগামী মাসেই কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার কথা রয়েছে। তার আগে অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দেওয়া হল কেন্দ্রের তরফে। তবে কবে এই কমিশন গঠিত হবে, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।