রেললাইনে পাথরের চাঁই! অল্পের জন্য বড়সড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পেল বন্দেভারত

166

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১২ নভেম্বর, ওড়িশা:  বড় বিপদের হাত থেকে বেঁচে গেল বন্দে ভারত এক্সপ্রেস। বেঁচে গেল একটি মালবাহী ট্রেনও। প্রাণে বাঁচলেন প্রায় হাজার খানেক যাত্রী। চাঞ্চল্যকর ঘটনা ওড়িশায়। সূত্রের খবর, রেল লাইনের উপরে রাখা ছিল বড় বড় পাথর। এমনকি, লাইনের একাংশ ভেঙে রাখা ছিল বলেও জানা যাচ্ছে। খোলা ছিল প্যান্ডল ক্লিপ। যার জেরে ভয়াবহ বিপদ অপেক্ষা করছিল এই দু’টি ট্রেনের জন্যই।

ঘটনাটি ঘটে সোমবার রাতে ওড়িশার টিটলাগড়-রায়পুর সেকশনের অন্তর্গত নওয়াপাড়া এবং খারিয়ার রোড স্টেশনের মাঝখানে। ইস্ট কোস্ট রেল ডিভিশন সূত্রে খবর, ডাউন লাইনে মালগাড়িটি আসছিল। ওই লাইনে রাখা ছিল বড় বড় পাথর। ট্রেনটি যখন ওই এলাকায় ঢুকছে তখন কিছু দূর থেকেই মালগাড়ির চালক দেখতে পান দূরের লাইনে রাখা হয়েছে পাথর।

সঙ্গে সঙ্গে আপতকালীন ব্রেক কষে মাল গাড়িটিকে দাঁড় করিয়ে দেন। খবর যায় নিকটবর্তী স্টেশনে। সেই সময় লাকনা স্টেশন পেরিয়ে বন্দে ভারত এক্সপ্রেস নওয়াপাড়া রোডের দিকে এগোচ্ছিল। ঘটনাস্থল থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে ছিল বন্দেভারত এক্সপ্রেসটি। খবর পেতেই আপতকালীন ব্রেক কষেন বন্দে ভারতের চালকও। রেলের আধিকারিকরা জানিয়েছেন, ১০-১১ মিনিটের মধ্যেই ওই লাইনে পৌঁছে যেত বন্দে ভারত এক্সপ্রেসটি।নাশকতার আশঙ্কায় রেল সুরক্ষা বাহিনী এবং রেলপুলিশও ঘটনাস্থলে ছুটে আসে।

পাথর সরিয়ে নিরাপত্তা নিশ্চিত করে ট্রেনটিকে রওনা করানো হয়। সাম্প্রতিক সময়ে দেশের নানা প্রান্তে একের পর এক রেল দুর্ঘটনার খবর প্রকাশ্যে এসেছে। কখনও রেললাইনে কংক্রিটের স্ল্যাব, তো কখনও লাইনের ফিসপ্লেট খুলে রাখার মতো ঘটনাও ঘটেছে। সম্প্রতি মধ্যপ্রদেশে সেনা জওয়ানদের ট্রেনে বিস্ফোরণ ঘটানোর ষড়যন্ত্র সামনে আসে। কানপুরে বড়সড় রেল দুর্ঘটনার ষড়যন্ত্র প্রকাশ্যে আসে। এর আগে রেললাইনে গ্যাস ভর্তি সিলিন্ডার, পেট্রোলের বোতল, বারুদের খোঁজ পাওয়া যায়। বার বার এমন ঘটনা ভারতীয় রেলের নিরাপত্তা নিয়ে বড়সড়ো প্রশ্ন তুলে দিচ্ছে।