খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৬ অগাস্ট, নলহাটিঃ স্টপেজ-সহ মোট ১৬ দফা দাবিতে মুরারই স্টেশনে বিক্ষোভ। যার জেরে রবিবার সকাল থেকে ভোগান্তি শুরু হয়েছে যাত্রীদের। বিক্ষোভের জেরে নলহাটি স্টেশনে দাঁড়িয়ে পড়ে বন্দে ভারত এক্সপ্রেস। সকাল সাড়ে ৭টা থেকে নলহাটি জংশনে দাঁড়িয়ে রয়েছে ট্রেনটি।
ট্রেনের স্টপেজ বৃদ্ধি-সহ একাধিক দাবি নিয়ে মুরারই স্টেশনে রেললাইনে বসে এদিন বিক্ষোভ শুরু করেন নিত্যযাত্রীদের একটি সংগঠন ‘মুরারই নাগরিক কমিটি’। বিক্ষোভের ফলে সকাল থেকে বন্দে ভারত এক্সপ্রেস আটকে পড়ে নলহাটি জংশনে। মুরারই স্টেশনে দাঁড়িয়ে পড়ে সাহেবগঞ্জ-রামপুরহাট প্যাসেঞ্জার ট্রেন।
প্রায় আড়াই ঘণ্টা কেটে যাওয়ার পরও বিক্ষোভ ওঠেনি। আন্দোলনকারীদের অভিযোগ, করোনার সময় থেকে মুরারই স্টেশনে বেশ কিছু ট্রেনের স্টপেজ তুলে দেওয়া হয়। তাই ফের স্টপেজ দেওয়ার দাবিতে আন্দোলনে সামিল হয়েছেন তাঁরা।
এ নিয়ে রেল কর্তৃপক্ষের ভূমিকায় তাঁরা ক্ষুব্ধ। ঘটনাস্হলে রেলপুলিশ পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে কথা বললেও তাঁরা সাফ জানিয়েছেন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি না পেলে অবরোধ তোলা হবে না। বিক্ষোভের ফলে ভোগান্তিতে পড়েছেন ট্রেনের যাত্রীরা।