খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৪ অগাস্ট, ধূপগুড়িঃ যান্ত্রিক ত্রুটির জেরে কলাইগ্রাম স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রইল বন্দে ভারত এক্সপ্রেস। সোমবার সকালে নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি গামী বন্দে ভারত এক্সপ্রেসে এই গোলযোগ দেখা দিয়েছে। এর জেরে ধূপগুড়ির পরের স্টেশন কলাইগ্রামে দীর্ঘক্ষণ আটকে থাকে ট্রেনটি।
ত্রুটি মেরামত করে প্রায় দুই ঘণ্টা পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশে রওনা হয়। জানা গিয়েছে, এদিন নির্দিষ্ট সময়েই নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়ে গুয়াহাটিগামী বন্দে ভারত এক্সপ্রেস। কিন্তু কিছুদূর যাওয়ার পরই ট্রেনে গোলযোগ দেখা দেয়। মূলত ব্রেকিং সিস্টেমেই সমস্যা দেখা দিয়েছে বলে জানা গিয়েছে।
কলাইগ্রাম রেলগেটের কাছে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। খবর পেয়ে রেলের আধিকারিকরা সেখানে পৌঁছে ত্রুটি সারিয়ে ট্রেনটিকে যত দ্রুত সম্ভব গন্তব্যের উদ্দেশে রওনার ব্যবস্থা করেন। কিন্তু তাতে দুঘণ্টা সময় লেগে যায়। এদিকে রেলগেটের মাঝামাঝি জায়গায় বন্দে ভারত দাঁড়িয়ে যাওয়ায় সমস্যায় পড়েন ওই এলাকার বাসিন্দারা।
দীর্ঘক্ষণ ধরে বন্ধ থাকে রেলগেট। ফলে সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা তৈরি হয়। সকাল ৯ টা নাগাদ কলাইগ্রাম স্টেশন থেকে রওনা হয় ট্রেনটি। জানা গিয়েছে, কোচবিহারে পৌঁছে ফের পরীক্ষা করা হবে ট্রেনটি। তারপরেই গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হবে বন্দে ভারত। এদিকে সকাল ৯টা পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে থাকায় অনেকটাই দেরিতে চলছে উত্তরবঙ্গ এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস–সহ একাধিক দূরপাল্লার এবং প্যাসেঞ্জার ট্রেন।