খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৫ জুলাই: উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন মার্কেতা ভন্দ্রোসোভা। শনিবার মেয়েদের সিঙ্গলসের ফাইনালে তিউনিশিয়ার ওনস জাবেরকে স্ট্রেট সেটে উড়িয়ে দেন অবাছাই টেনিস প্লেয়ার। ম্যাচের ফলাফল ৬-৪, ৬-৪। ২০১৭ থেকে মহিলাদের বিভাগে কোনও খেলোয়াড় ট্রফি ধরে রাখতে পারেননি। প্রতি বার নতুন বিজয়ী পাওয়া গিয়েছে। সেই তালিকায় নতুন সংযোজন চেক প্রজাতন্ত্রের খেলোয়াড়। পরপর দু’বছর রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হল ষষ্ঠ বাছাই জাবেরকে।
দুই সেটেই একটা সময় স্কোর ছিল ৪-৪। এই অবস্থায় জাবেরের সার্ভিস ভাঙেন ভন্দ্রোসোভা। প্রথম সেট জিতে যান তিনি। দ্বিতীয় সেটের শুরু থেকেই আগ্রাসী ছিলেন ভন্দ্রোসোভা। দ্বিতীয় সেটে একটা সময়ে ৩-১ স্কোরে এগিয়ে ছিলেন জাবের। সেখান থেকে ম্যাচ বার করে নেন ভন্দ্রোসোভা।