পাকা রাস্তার দাবিতে কাঁচা রাস্তায় ধানের চারা রোপন করে বিক্ষোভ গ্রামবাসীদের

29

দক্ষিণ দিনাজপুর, ২২ জুন : দীর্ঘ ২৫ বছর বছর ধরে চার কিলোমিটার কাঁচা রাস্তার বেহাল দশা দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের ইব্রাহিমপুর গ্ৰামের। নিত্যদিনের যাতায়াত চরম সমস্যায় পড়তে হয় বিকল্প কোন রাস্তা নেই। গর্ভবতী মহিলা কিংবা সাধারণ মানুষ অসুস্থ্য হলে কাঁধে নিয়ে চার কিলোমিটার রাস্তা পারাপার করতে হয়ে। বরংবার ব্লক প্রশাসন পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে নেতা মন্ত্রী দের বলে কোনো সুরাহা হয়েনি। রবিবার  গ্ৰামবাসীরা ধানের চারা গাছ রোপন করে বিক্ষোভ দেখায় কাঁচা রাস্তা পাকা দাবীতে। পাশাপাশি ইব্রাহিমপুর গ্ৰামের সাধারণ মানুষ নিজের উদ্যোগে গ্ৰামে কাঁচা রাস্তা মেরামত করেন।

এই বিষয়ে গ্ৰামবাসী মোকসেদ আলী সরিফুল ইসলাম বলেন, দীর্ঘ দিন ধরে যাতায়াত চরম সমস্যা হচ্ছে কাঁচা রাস্তা পাকা না হলে আগামী ২০২৬সালে বিধানসভার নির্বাচনে ভোট বয়কট করব বলে হুঁশিয়ারি দেন। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা আশরাফ আলী দীর্ঘ ২৫ বছর ধরে চার কিলোমিটার কাঁচা রাস্তা বেহাল দশা পড়ে রয়েছে। নিত্যদিনের পথ দুর্ঘটনায় লেগে রয়েছে তাই আজ ইব্রাহিমপুর (আধিকের) গ্ৰামবাসী নিজস্ব উদ্যোগে কাঁচা রাস্তা মেরামত করছেন।

বিধানসভা নির্বাচন আগে রাস্তা না হলে ভোট বয়কট করবে গ্ৰামবাসী বলে হুঁশিয়ারি দেন। এই বিষয়ে কুশমন্ডি ব্লকের বিডিও নয়না দে টেলিফোন মারফত বলেন, সংবাদ মাধ্যমের কাছে জানতে পারলাম গ্ৰামবাসী বিক্ষোভ করেছে সমস্ত বিষয়ে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।ওই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গ্রামে।