খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৩ আগস্ট, নয়াদিল্লি: আরও এক বার পিছিয়ে গেল ভিনেশ ফোগাট মামলার রায়দান। আগামী শুক্রবার ভারতীয় সময় রাত সাড়ে ৯টায় রায় জানানো হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত। এই নিয়ে তৃতীয় বার পিছিয়ে গেল রায়দান। দিন কয়েক আগে মহিলাদের পঞ্চাশ কেজি কুস্তিতে রীতিমতো ঝড় তুলে ফাইনালে উঠে গিয়েছিলেন ফোগট।
গোটা দেশজুড়ে উৎসব শুরু হয়ে গিয়েছিল। কিন্তু সেই উৎসব দীর্ঘস্থায়ী হয়নি। ফাইনালের দিন ওজন পরীক্ষায় পাশ করতে পারেননি ভিনেশ। দেখা যায়, তাঁর ওজন পঞ্চাশ কেজির চেয়ে একশো গ্রাম বেশি। পরিণতিতে ডিসকোয়ালিফায়েড হয়ে যান ভারতীয় কুস্তিগির। এরপর শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ভারতীয় কুস্তিগির। তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে।
কিন্তু তার পরেও হাল ছাড়া হয়নি ভারতের পক্ষ থেকে। ভারতীয় ক্রীড়াবিদরা তো বটেই। অনেক আন্তর্জাতিক অ্যাথলিটও ভিনেশকে পদক ফিরিয়ে দেওয়া নিয়ে সওয়াল করেছিলেন। তাঁদের যুক্তি ছিল, রুপো পাওয়ার দিন সকালে ওজন পরীক্ষায় পাশ করেছিলেন ভিনেশ। তা হলে কোন যুক্তিতে তাঁর রুপো কেড়ে নেওয়া হবে?
শেষ পর্যন্ত পুরো ব্যাপারটা আন্তর্জাতিক ক্রীড়া আদালত পর্যন্ত গড়ায়।যেখানে ভিনেশের হয়ে সওয়াল করেন বিখ্যাত আইনজীবী হরিশ সালভে ও বিদুষ্পত সিংঘানিয়া। গত শুক্রবার শুনানি শেষ হওয়ার পর জানানো হয়েছিল, ২৪ ঘণ্টার মধ্যে রায় ঘোষণা হবে। সেই মতো শনিবার ভারতীয় সময় রাত সাড়ে ৯টার মধ্যে রায় ঘোষণার কথা থাকলেও হয়নি। রায়দানের দিন পিছিয়ে মঙ্গলবার নির্ধারিত হয়। সেই সময় আবার পিছিয়ে আগামী শুক্রবার করা হল। অর্থাৎ ভিনেশ পদক পাবেন কিনা জানতে আরওয অপেক্ষা বাড়ল দেশবাসীর।