ধর্মীয় মিছিলে হিংসা, রণক্ষেত্র হরিয়ানা, গাড়িতে আগুন

0
18

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩১ জুলাই,  চণ্ডীগড়: ধর্মীয়  মিছিলকে কেন্দ্র করে হিংসার জেরে উত্তাল হরিয়ানার গুরুগ্রাম। ২৫০০ জন মানুষ স্থানীয় মন্দিরে আশ্রয় নিয়েছেন। তাঁদের মধ্যে মহিলা এবং শিশুও রয়েছে। গোটা এলাকাজুড়ে ছোড়া হচ্ছে পাথর, পোড়ানো হচ্ছে গাড়ি, চলছে গুলিও । ঘটনায় প্রায় ২০ জন আহত, গুলিও লেগেছে একজনের গায়ে।

জানা গেছে, পুলিশ ইতিমধ্যেই টিয়ারগ্যাস ছুড়েছে, শূন্যে গুলি চালিয়েছে। স্থানীয় সূত্রের খবর, বিশ্ব হিন্দু পরিষদের তরফে গুরুগ্রাম সংলগ্ন নুহতে ব্রিজ মণ্ডল জলাভিষেক যাত্রা উপলক্ষ্যে একটি ধর্মীয় শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। নুহের কাছে গুরুগ্রাম-আলওয়ার জাতীয় সড়কে তা থামিয়ে দেয় একদল যুবক। এবং পাথর ছোড়ে বলে অভিযোগ।

ক্রমেই শুরু হয় হিংসা, সাধারণ মানুষও আক্রান্ত হন, যানবাহনের ক্ষতি হয়। রাস্তায় দাঁড়িয়ে থাকা সরকারি গাড়িগুলিতে আগুন ধরিয়ে দেয় জনতা। হিংসা রুখতে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বজরং দলের এক কর্মী সোশ্যাল মিডিয়ায় একটি আপত্তিকর ভিডিও পোস্ট করেছিলেন। তার জেরেই এই সংঘর্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here