খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ২২ মার্চ, কলকাতা: আইপিএলের ১৮ তম মরশুমের উদ্বোধন ছিল আজ। আর এই উদ্বোধনী অনুষ্ঠানে মাতিয়ে দিলেন শাহরুখ খান।শাহরুখের কণ্ঠস্বরেই বোধন হয়ে গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের। বলিউড বাদশা যে এদিনের উদ্বোধনী মঞ্চে সঞ্চালনা করবেন, তা জানাই ছিল। শাহরুখ এলেন, দেখলেন আর জয় করে নিলেন।
তিনি বললেন, ”পার্টি পাঠান কে ঘর রাখোগে তো পাঠান তো মেহমান নওয়াজি কে লিয়ে তো আনা পড়েগা।” ঝুমে জো পাঠানে’র গানে শাহরুখের সঙ্গে নাচলেন বিরাট কোহলি। আর রিঙ্কুর সঙ্গে নেচে উঠলেন ‘লুট পুট গায়া’ নাচে।তার আগে সংগীতের সুরে ইডেনকে ভাসালেন শ্রেয়া ঘোষাল, করণ আউজলা। শ্রেয়ার কণ্ঠে ‘বন্দে মাতরমে’ মগ্ন হল ইডেন।
শুরুটাই করলেন কলকাতা-বাংলাকে হৃদয়ে জড়িয়ে। তাঁর সুরেলা কণ্ঠস্বর ধ্বনি তুলল, ”আমি যে তোমার…।” এক নিশ্বাসে গাইলেন, রঙ্গ দে বাসন্তী, ওম শান্তি ওম, বালম স্বামী, ভাগ মিলখা ভাগ। গাইলেন সব ফ্র্যাঞ্চাইজির হয়ে। নাচে মঞ্চ মাতালেন দিশা পাটানি। শাহরুখ মঞ্চে ডেকে নিলেন কোহলিকে।
বললেন, ”প্রথম দিন থেকে ১৮ বছর ধরে এক ফ্র্যাঞ্চাইজির হয়েই খেলে যাচ্ছে বিরাট ভাই।” উল্লেখ্য,আইপিএলে শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্সের সামনে এবার খেতাব ধরে রাখার লড়াই। শনিবার আইপিএল বোধনেই মাঠে নেমেছে কেকেআর। ইডেনে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।