বিহারে ‘ডগ বাবু’র নামে ভোটার কার্ড! নির্বাচন কমিশনকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

29

কলকাতা, ২৮ জুলাই: ভোটের আগে বিহারে চাঞ্চল্যকর ঘটনা। এবার ভোটার তালিকায় নাম উঠল ‘ডগ বাবু’র! কুকুরের নামে তৈরি হয়েছে ভুয়ো রেসিডেন্স সার্টিফিকেট— এমনই তথ্য প্রকাশ্যে এসেছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে প্রবল বিতর্ক, আর তাতে ঘি ঢেলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

দিল্লি রওনা হওয়ার আগে অভিষেক সরাসরি আক্রমণ শানান নির্বাচন কমিশনের দিকে। তিনি বলেন,“SIR-এর নাম করে সাধারণ ভোটারদের ভয় দেখানো হচ্ছে। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। অথচ বিহারে কুকুরের নামে ভোটার কার্ড বানানো হচ্ছে।”

বিহারের একাধিক স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, পাটনার মসৌড়ী আঞ্চলিক অফিস থেকে একটি রেসিডেন্স সার্টিফিকেট ইস্যু করা হয়েছে ‘ডগ বাবু’ নামে এক কুকুরের নামে। শুধু তাই নয়, সেই সার্টিফিকেটে ‘ডগ বাবু’র বাবার নাম লেখা হয়েছে কুত্তা বাবু এবং মায়ের নাম কুতিয়া দেবী! উল্লেখ রয়েছে কৌলিচক, ওয়ার্ড-১৫-এর একটি ঠিকানাও।

সবচেয়ে আশ্চর্যের বিষয়— এই নথিতে রয়েছে একজন রাজস্ব আধিকারিক, মুরারি চৌহানের ডিজিটাল স্বাক্ষরও। সার্টিফিকেট নম্বর: BRCCO 2025/15933581। সঙ্গে যুক্ত রয়েছে একটি আসল কুকুরের ছবিও।

ঘটনাটি প্রকাশ্যে আসতেই বিহারের নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধীরা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সরব। বিশেষ করে ভোটের মুখে এই ধরনের ভুল ও অবহেলা প্রশাসনিক সততার উপর বড় প্রশ্ন তুলে দিল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এর জেরে নির্বাচন কমিশনের ভূমিকা ও ভোটার তালিকা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা ও নজরদারি দাবি করছেন অনেকে।