খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১০ জুলাই, মালদাঃ বেহাল রাস্তা হয়নি সংস্কার, মিলেছে শুধুই প্রতিশ্রুতি। কিন্তু এবার রাস্তা না হলে ভোট নয়। এই দাবিতে ভোট গ্রহণ কেন্দ্রে বিক্ষোভে শামিল হলেন রানীগঞ্জ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ২৪৪ নং দোগাছি বুথের ভোটাররা।
এদিন পুনর্নির্বাচনের জন্য সকাল সকাল ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছান ভোট কর্মী, কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ। কিন্তু তার আগেই সেই খবর পেয়ে বুথ তালা মেরে বুথ আগলে বসেছিলেন এলাকাবাসীরা। প্রশাসনিক আধিকারিকরা গ্রামবাসীদের বোঝালেও গ্রামবাসীদের সিদ্ধান্ত থেকে টলানো যায়নি। পুনর্নির্বাচনে ওই বুথে ভোট গ্রহণ কর্মী, কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ পৌঁছালেও এলাকাবাসীর বিক্ষোভের মুখেই পড়তে হলো। ফলে এখনো পর্যন্ত শুরুই হলো না ভোট গ্রহণ। বুথে তালা মেরে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসীরা।