খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২১ মেঃ ওয়াকফ ইসলামিক ধারণা,কিন্তু তা ইসলামের গুরুত্বপূর্ণ অংশ নয়। বুধবার ওয়াকফ শুনানিতে সুপ্রিম কোর্টকে এমনটাই জানাল কেন্দ্র। এদিন কেন্দ্রের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তাঁর দাবি, প্রকৃতিগতভাবে ওয়াকফের ধারণার মধ্যে একটা ধর্মনিরপেক্ষ ব্যাপার আছে।
প্রধান বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মসিহের বেঞ্চে এদিনের শুনানিতে তুষার মেহেতা বলেন, ‘ওয়াকফ একটি ইসলামি ধারণা। কিন্তু এটি ইসলামের অপরিহার্য অংশ নয়…ওয়াকফ ইসলামে কেবল দান ছাড়া আর কিছুই নয়। এই দান প্রতিটি ধর্মের অংশ। তা খ্রিস্টধর্মেও ঘটতে পারে। হিন্দুদের মধ্যেও দানের ব্যবস্থা আছে। শিখদেরও এটি আছে।’
এদিন সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, যে সরকার ১৪০ কোটি নাগরিকের সম্পত্তির অভিভাবক। রাজ্যের দায়িত্ব যে জনগণের সম্পত্তি যেন বেআইনিভাবে হস্তান্তরিত না হয়ে যায়। তিনি বলেন,“একটা মিথ্যা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে তাদের প্রমাণ দেখাতে হবে নাহলে ওয়াকফের সম্পত্তি দখল করে নেওয়া হবে।”
তিনি সাফ জানান, ‘ওয়াকফ-বাই-ইউজার’নীতির অধীনে ওয়াকফ ঘোষিত সম্পত্তি পুনরুদ্ধারের জন্য কেন্দ্র আইনত ক্ষমতাপ্রাপ্ত। তাঁর কথায়, ‘সরকারি জমির উপর কারোরই অধিকার নেই। সুপ্রিম কোর্টের একটি রায়ে বলা হয়েছে যে, সরকারি সম্পত্তি যদি ওয়াকফ হিসেবে ঘোষণা করা হয়,তাহলে সরকার তা সংরক্ষণ করতে পারবে। কেউ ওয়াকফ সম্পত্তি ব্যবহার করছে মানেই সেই সম্পত্তিতে কারও মৌলিক অধিকার জন্মায় না।’
ওয়াকফ বোর্ডে অ-মুসলিম সদস্যদের অন্তর্ভুক্ত করার প্রসঙ্গে সলিসিটর জেনারেল মেহতা বলেন,“ওয়াকফ সেবামূলক কাজকর্মের জন্য, ওয়াকফ বোর্ড শুধু ধর্মনিরপেক্ষতার কাজ করে। দুজন অ-মুসলিম সদস্য থাকলে, কী পরিবর্তন হবে? কোনও ধর্মীয় কাজে তো হস্তক্ষেপ করছে না।”
এর আগেও তুষার মেহতা বলেছিলেন,“কয়েকজন পিটিশনকারী গোটা মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে না। ৯৬ লাখ চিঠি পেয়েছি। জেপিসির ৩৬টি বৈঠক হয়েছে। জেপিসি বারবা আলোচনা করেছে,বিভিন্ন মুসলিম প্রতিষ্ঠান থেকে মতামত সংগ্রহ করেছে। এরপর বিরাট রিপোর্ট জমা পড়েছে,যেখানে বিভিন্ন পরামর্শ গ্রহণ করা হয়েছে বা খারিজ করা হয়েছে। সংসদে আলোচনার পর এই বিল পাশ হয়েছে।”
প্রসঙ্গত, ওয়াকফ সংশোধনী আইনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে এখনও পর্যন্ত ১৫টিরও বেশি মামলা দায়ের হয়েছে। মামলাকারীদের মধ্যে কংগ্রেস, তৃণমূল, সিপিএম, এআইমিম,আরজেডি, ডিএমকে প্রভৃতি বিরোধী রাজনৈতিক দল যেমন রয়েছে, মুসলিম পার্সোনাল ল’বোর্ডও রয়েছে। মঙ্গলবারের পর বুধবারও শীর্ষ আদালতে সেই সব মামলারই যৌথ শুনানি ছিল। মঙ্গলবারই মামলাকারীদের আইনজীবী কপিল সিব্বল আদালতে দাবি করেছিলেন,ওয়াকফ বোর্ড ধর্মনিরপেক্ষ নয়। এদিন সেই দাবিরই বিরোধিতা করেন কেন্দ্রের আইনজীবী।