খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৩ জুলাই, ধূপগুড়ি: রাতভর বৃষ্টিতে জলমগ্ন ডুয়ার্সের ধূপগুড়ির বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যে বেশ কিছু জায়গায় উদ্ধার কাজে নেমেছে ব্লক প্রশাসনের সিভিল ডিফেন্স।সোনাখালি এলাকার মজুমদার পাড়ার জলমগ্ন পরিস্থতি থেকে বেশ কয়েকটি পরিবারের সদস্যদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে।
প্রশাসনিক আধিকারিকরা জানান, জলমগ্ন পরিস্থিতি থেকে মানুষদের উদ্ধার করার কাজ শুরু করা হয়েছে। সবটাই উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাশাপাশি ডিডুয়া নদীর জল ঢুকে প্লাবিত হয়েছে মল্লিকঘাট এলাকা। নৌকা নিয়ে ওই এলাকা পরিদর্শনে গেলেন ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা।
মূলত বুধবার রাত থেকে বৃষ্টির জেরে কৃষি জমিতে ও নদীর জলস্ফীতি ঘটেছে। অনেক জায়গাতেই বাঁধের উপর দিয়েও জল বইছে। জলঢাকা, তিস্তা,ডায়না সহ অধিকাংশ জায়গাতেই নদীর পার্শ্ববর্তী এলাকাগুলোতে নজরদারি চালাচ্ছে প্রশাসন।