খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৪জুলাই, জলপাইগুড়ি:
একটানা বৃষ্টিতে বাড়ির ভেতরে জল ঢুকে যাওয়ায় জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতাল রোড অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন এলাকাবাসী। জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অধীন সঞ্জয় নগর কলোনি এলাকায় বৃষ্টির কারণে বহু বাড়িতে এলাকার নর্দমার জল ঢুকে যাচ্ছে। নর্দমা পরিষ্কার না করার দরুন জল বাড়িতে ঢুকে যাওয়ায় সকাল থেকে রান্না বন্ধ। চরম দুর্ভোগে এলাকার বাসিন্দারা।
বাধ্য হয়ে জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ মোড় থেকে মাসকলাইবাড়ি যাওয়ার রাস্তা জলপাইগুড়ি মেডিকেল কলেজে ও হাসপাতালে গেটের সামনে পথ অবরোধ করেন তাঁরা। ঘটনাস্থলে পুলিশ এবং পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পৌঁছে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
এরই পাশাপাশি জলপাইগুড়ি পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন। পুরসভার ২৫ নম্বর ওয়ার্ড পরেশ মিত্র কলোনি করলা নদী সংলগ্ন এলাকায় জল ঢুকে যাওয়ায় সমস্যা বাসিন্দারা। সকাল থেকে এলাকা পরিদর্শনে কাউন্সিলার পৌষালী দাস। তিনি জানান, জল ও শুকনো খাবারের পাশাপাশি কমিউনিটি হল ফ্লাড সেন্টার খুলে দেওয়া হয়েছে।