খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৯ সেপ্টেম্বর, কলকাতা: দক্ষিণবঙ্গের বন্যা পরিস্হিতি খতিয়ে দেখতে গিয়ে জুনিয়র চিকিৎসকদের টানা কর্মবিরতি নিয়ে ক্ষোভপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকদের শুভবুদ্ধির উদয় হোক, বললেন মমতা।
মুখ্যমন্ত্রীর কথায়, ‘আমি জুনিয়র চিকিৎসকদের বলব, এই জল কমে গেলে সাপেরাও আশ্রয় নিয়েছে ডাঙায়। সাপের কামড়, ডায়রিয়া, জ্বর এগুলো তো হবেই। আমি নিজে ফোন করেছি। মুখ্যসচিবকে বলেছি কয়েকটা জায়গায় অবিলম্বে যাতে মেডিক্যাল ক্যাম্প যে করব, এখনও পর্যন্ত কাজে তো যোগদান হয়নি।
আমি তো আমার সাধ্যমতো করেছি। এর থেকে বেশি আমার কিছু বলার নেই। চিকিৎসকদের বলব, শুভবুদ্ধির উদয় হোক। কারণ বন্যায় মানুষ আক্রান্ত। মানুষের প্রাণ বাঁচানো এখন আমাদের সব থেকে বড় কাজ। ২টো খাদ্য তুলে দেওয়া বড় কাজ। এই সময়টা রাজনীতির সময় নয়।’প্রাণ বাঁচানোই এখন সবচেয়ে বড় কাজ। এটা রাজনীতি করার সময় নয়।”
আরজি কর হাসপাতালে চিকিৎসকের মৃত্যুর পর থেকে একাধিক দাবিতে কর্মবিরতি পালন করছেন জুনিয়ার চিকিৎসকেরা। টানা ৪১ দিন ধরে চলছে কর্মবিরতি।ইতিমধ্যেই দু’বার রাজ্য সরকারের সঙ্গে বৈঠক সেরেছেন তাঁরা। বুধবারও মুখ্যসচিবের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠকের পরেও সমাধানসূত্র বের হয়নি। জুনিয়র ডাক্তারদের দাবি, বৈঠকের কার্যবিবরণী দিতে অস্বীকার করেছে সরকার। যার ফলে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।