খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ২১ জানুয়ারি, কলকাতা: রাজ্যের এসএসকে (শিশু শিক্ষা কেন্দ্র) এবং এমএসকে (মাধ্যমিক শিক্ষা কেন্দ্র) শিক্ষকদের ৩ শতাংশ সারে বেতন বৃদ্ধি করল রাজ্য। চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে নয়া বেতন হাতে পাবেন এসএসকে এবং এমএসকে-র কয়েক হাজার শিক্ষক। শিক্ষা দফতরের তরফে এক বিজ্ঞপ্তিতে এখবর জানানো হয়েছে।
জানা যাচ্ছে, এতদিন শিশু শিক্ষা কেন্দ্রের সহায়ক/সহায়িকারা ১১ হাজার ২৫৫ টাকা বেতন পেতেন। ফেব্রুয়ারি থেকে তাঁরা হাতে পাবেন ১১ হাজার ৫৯৩ টাকা। একইভাবে মুখ্য সহায়ক/সহায়িকারা ১১,৬৩৮ টাকার পরিবর্তে ফেব্রুয়ারি থেকে ১১,৯৮৭ টাকা পাবেন।
সম্প্রসারক/সম্প্রসারিকা এতদিন ১৪,৬৩২ টাকা বেতন পেতেন। আগামী মাস থেকে তাঁরা ১৫,০৭১ টাকা পাবেন। একইভাবে মুখ্য সম্প্রসারক/সম্প্রসারিকারা ১৫,৭৫৮ টাকার পরিবর্তে ১৬,২৩১ টাকা পাবেন। দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি-সহ একাধিক সুবিধার দাবিতে আন্দোলন করেছেন এসএসকে-এমএসকের কয়েক হাজার শিক্ষক-শিক্ষিকা৷
কিছুদিন আগেই নিজেদের দাবি নিয়ে বিকাশ ভবনের সামনে দীর্ঘ অবস্থানেও বসেছিলেন তাঁরা। বেতন বৃদ্ধি নিয়ে সম্প্রতি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখাও করেছিলেন তাঁরা। তখন শিক্ষা দফতর জানিয়েছিল, ২০২৫ সালে বেতন বাড়ানো হবে। আর ২০২৫ সালের প্রথম মাসেই বেতন বৃদ্ধির কথা জানিয়ে দেওয়া হল।রাজ্য দাবি পূরণ করায় খুশির হাওয়া বইতে শুরু করেছে শিক্ষকদের মনে।