খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ১৩ জানুয়ারি, কলকাতা: মেদিনীপুর মেডিক্যাল কলেজে বিষাক্ত স্যালাইন থেকে প্রসূতির মৃত্যুর অভিযোগ ঘিরে হইচই পড়ে গিয়েছে। সেই ঘটনা খতিয়ে দেখে প্রাথমিক রিপোর্ট দিল স্বাস্থ্য ভবনের তদন্তকারী কমিটি। সেই রিপোর্টের ভিত্তিতে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ জানান, এই ঘটনায় গাফিলতি প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।
শুধু তা-ই নয়, স্বাস্থ্য দফতরের তদন্ত কমিটির পাশাপাশি স্যালাইন-কাণ্ড নিয়ে তদন্ত করবে সিআইডিও।সোমবার বিকেলে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেন মুখ্যসচিব। সেখানে তিনি বলেন, ‘‘আমরা কোনও রকম গাফিলতি বরদাস্ত করব না। পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক রিপোর্টের পরিপ্রেক্ষিতে বিস্তারিত তদন্তের কথা বলেছি। সেই তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ।’’
তিনি জানান, বিস্তারিত রিপোর্টে যাঁরাই দোষী প্রমাণিত হবেন, তাঁদের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ করা হবে। ছাড় পাবেন না কেউই।মুখ্যসচিব জানান, নিয়ম হচ্ছে সব সময় এক জন সিনিয়র চিকিৎসকের উপস্থিতিতে জুনিয়র ডাক্তারেরা যে কোনও ধরনের কাজ করে থাকেন। কিন্তু মেদিনীপুর মেডিক্যাল কলেজের প্রসূতিদের চিকিৎসার সময় সেই নিয়ম মানা হয়নি। মনোজ বলেন, ‘‘আমরা মনে করি, এটা কোনও ভাবেই এসওপি মেনে হয়নি।’’
তবে তদন্তের বিস্তারিত রিপোর্ট পাওয়ার পরেই উপযুক্ত পদক্ষেপ করা হবে। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যু ও ৪ প্রসূতির গুরুতর অসুস্থতার ঘটনায় তোলপাড় রাজ্য। ঘটনার পরদিনই হাসপাতালে গিয়েছিল ১৫ সদস্যের একটি বিশেষজ্ঞ বা এক্সপার্ট কমিটি।
তারা স্বাস্থ্যভবনে রিপোর্ট জমা করে। তদন্ত কমিটির রিপোর্টে উল্লেখ করা হয়েছে শুধু স্যালাইনের সমস্যা নয়, একটি বিশেষ ইঞ্জেকশন দেওয়ার ক্ষেত্রেও প্রটোকল মানা হয়নি। মুখ্যমন্ত্রীও এ ব্যাপারে নিজে স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে আজ বৈঠক করেছেন বলেও জানান মনোজ। মমতা বন্দ্যোপাধ্যায়ও সেখানে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যারা যারা এই ঘটনায় জড়িত তাদের কোনও মতে ছাড়া হবে না।