একাদশের প্রথম সেমেস্টারের দিনক্ষণ ঘোষণা সংসদের, কবে শুরু পরীক্ষা? 

0
84

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১০ জুলাই, কলকাতা:  চলতি শিক্ষাবর্ষে একাদশ-দ্বাদশে চালু হচ্ছে সেমেস্টার পদ্ধতি। ২০২৪-’২৫ শিক্ষাবর্ষের জন্য একাদশ শ্রেণির দু’টি সিমেস্টারের দিনক্ষণ ঘোষণা করল সংসদ। বুধবার নয়া পরীক্ষা ব্যবস্থার নির্ঘন্ট-সহ অন্যান্য তথ্য বিজ্ঞপ্তির মাধ্যমে বিশদ জানানো হল সংসদের তরফে।

প্রথম সেমেস্টার পরীক্ষা শুরু ১৩ সেপ্টেম্বর থেকে, চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। দুপুর ৩টে নাগাদ শুরু হবে পরীক্ষা। যা চলবে বিকেল ৪টে ১৫ মিনিট পর্যন্ত। সমস্ত পরীক্ষার সময় সীমা এক ঘণ্টা 15 মিনিট রাখা হলেও এই নিয়ম ভিস্যুয়াল আর্টস, মিউজিক বা সংগীত ও বৃত্তিমূলক বিষয়গুলির ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এগুলির ক্ষেত্রে পড়ুয়ারা সময় পাবেন 45 মিনিট। অর্থাৎ দুপুর ৩টেয় শুরু হয়ে পরীক্ষা শেষ হবে ৩টে ৪৫ মিনিটে।

দেখে নিন সূচি-

১৩ সেপ্টেম্বর- প্রথম ভাষা

১৮ সেপ্টেম্বর- হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজ়ড রিটেলিং, সিকিউরিটি, আইটি অ্যান্ড আইটিইএস, ইলেক্ট্রনিক্স, ট্যুরিজ়ম অ্যান্ড হসপিট্যালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপারেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, এগ্রিকালচার, পাওয়ার, ব্যাঙ্কিং ফিন্যান্সিয়াল সার্ভিস অ্যান্ড ইনশিয়োরেন্স, ফুড প্রসেসিং, টেলিকম প্রভৃতি ভোকেশনাল বিষয়

১৯ সেপ্টেম্বর- দ্বিতীয় ভাষা

২০ সেপ্টেম্বর- ইকনমিক্স (অর্থনীতি) বা অ্যান্থ্রোপোলজি (নৃতত্ববিদ্যা) বা সায়েন্স অফ ওয়েল বিয়িং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স

২১ সেপ্টেম্বর- পদার্থবিদ্যা, পুষ্টিবিদ্যা, এডুকেশন, অ্যাকাউন্ট্যান্সি

২৩ সেপ্টেম্বর- কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ়, হেলথ অ্যান্ড ফিজ়িক্যাল এডুকেশন, মিউজ়িক, ভিস্যুয়াল আর্টস

২৪ সেপ্টেম্বর- স্ট্যাটিস্টিক্স (রাশিবিজ্ঞান), সাইকোলজি (মনোবিদ্যা), কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ় অফ অডিটিং, ইতিহাস

২৫ সেপ্টেম্বর- রসায়ন, ভূগোল, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট, বিজ়নেস স্টাডিজ়

২৬ সেপ্টেম্বর- দর্শন

২৭ সেপ্টেম্বর- গণিত, এগ্রিকালচার, জার্নালিজ়ম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, ফারসি এবং আরবি

২৮ সেপ্টেম্বর- বায়োলজিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন

৩০ সেপ্টেম্বর- সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স এবং সমাজবিদ্যা

দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষা শুরু আগামী বছরের ৩রা মার্চ থেকে। শেষ ১৮ই মার্চ। দ্বিতীয় সেমেস্টারের প্রতিটি বিষয়ের পরীক্ষা হবে দুঘণ্টা ধরে।

রইল বিস্তারিত সূচি—

৩ মার্চ- প্রথম ভাষা

৪ মার্চ- হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজ়ড রিটেলিং, সিকিউরিটি, আইটি অ্যান্ড আইটিইএস, ইলেক্ট্রনিক্স, ট্যুরিজ়ম অ্যান্ড হসপিট্যালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপারেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, এগ্রিকালচার, পাওয়ার, ব্যাঙ্কিং ফিন্যান্সিয়াল সার্ভিস অ্যান্ড ইনশিয়োরেন্স, ফুড প্রসেসিং, টেলিকম ইত্যাদি ভোকেশনাল বিষয়

৫ মার্চ- দ্বিতীয় ভাষা

৬ মার্চ- ইকনমিক্স (অর্থনীতি) বা অ্যান্থ্রোপোলজি (নৃতত্ববিদ্যা) বা সায়েন্স অফ ওয়েল বিয়িং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স

৭ মার্চ- পদার্থবিদ্যা, পুষ্টিবিদ্যা, এডুকেশন, অ্যাকাউন্ট্যান্সি

৮ মার্চ- কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ়, হেলথ অ্যান্ড ফিজ়িক্যাল এডুকেশন, মিউজ়িক, ভিস্যুয়াল আর্টস

১০ মার্চ- স্ট্যাটিস্টিক্স (রাশিবিজ্ঞান), সাইকোলজি (মনোবিদ্যা), কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ় অফ অডিটিং, ইতিহাস

১১ মার্চ- রসায়ন, ভূগোল, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট, বিজ়নেস স্টাডিজ়

১২ মার্চ- দর্শন

১৩ মার্চ- গণিত, এগ্রিকালচার, জার্নালিজ়ম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, ফারসি এবং আরবি

১৭ মার্চ- বায়োলজিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন

১৮ মার্চ- সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স এবং সমাজবিদ্যা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here