কড়া নিরাপত্তায় রাজ্যের ৪ বিধানসভায় চলছে উপনির্বাচন

43

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১০ জুলাই, কলকাতা: কড়া নিরাপত্তায় রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে উপনির্বাচন। বুধবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে নদিয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর ২৪ পরগনার বাগদা, কলকাতার মানিকতলা এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। উপনির্বাচনে অশান্তি এড়াতে পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী।

চার কেন্দ্রের জন্য মোট ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বরাদ্দ করেছে কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর, সকাল ৯টা পর্যন্ত গড় ভোটদানের হার ১০.৮৫ শতাংশ। রাজ্যের চার কেন্দ্রের মধ্যে ভোটদানের হারে এগিয়ে রায়গঞ্জ। এই আসনে ভোট পড়েছে ১২.০১ শতাংশ। তার পরই রয়েছে রানাঘাট দক্ষিণ (১১.৫৮ শতাংশ)।

বাগদায় ভোটদানের হার ১০.৬১ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে মানিকতলা বিধানসভা কেন্দ্রে (৯.০১ শতাংশ)। নির্বাচন কমিশন জানিয়েছে, এই চার কেন্দ্রে মোট ১৪২টি স্পর্শকাতর বুথ রয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি রয়েছে রানাঘাট দক্ষিণে, ৬২টি। বাগদা, মানিকতলা এবং রায়গঞ্জে স্পর্শকাতর বুথের সংখ্যা যথাক্রমে ৩৯, ২১, ২০টি।

আর চার কেন্দ্রের মধ্যে রায়গঞ্জে থাকছে ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, রানাঘাটে থাকছে ১৯ কোম্পানি, বাগদায় থাকছে ২০ কোম্পানি বাহিনী এবং মানিকতলায় থাকছে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।  লোকসভা ভোট মেটার পর এই প্রথম হচ্ছে বিধানসভা উপনির্বাচন। আজ বাংলা ছাড়া, বিহার, হিমাচল প্রদেশ, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড মিলিয়ে আরও ৯টি আসনে উপনির্বাচন শুরু হয়েছে। ভোট গণনা হবে ১৩ জুলাই।