খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৪ সেপ্টেম্বর, কলকাতা: করম পুজো উপলক্ষ্যে আগামী ১৪ সেপ্টেম্বর ছুটি থাকবে সমস্ত সরকারি অফিস, স্কুল, কলেজ, পুরসভা ও পঞ্চায়েত অফিস। নবান্নের তরফে বুধবার বিজ্ঞপ্তি দিয়ে এই কথা জানানো হয়েছে।
গত বছর নবান্নে সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘সবেবরাত ও করম পুজোয় ছুটি দেওয়ার দাবি ছিল দীর্ঘদিনের। সেই দাবি মেনে নেওয়া হল।’ এই বছর রাজ্য অর্থ দপ্তরের প্রকাশিত ছুটির তালিকায় করম পুজোর উল্লেখ ছিল না। এবার বিশেষ নির্দেশিকায় এই দিন ঘোষণা করা হল সরকারি ছুটি।
স্বাভাবিকভাবেই খুশি সরকারি কর্মীরা। উল্লেখ্য, বাঁকুড়া,পুরুলিয়া, ঝাড়গ্রাম,পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতে করম পুজো ধুমধাম করে পালিত হয়। বিভিন্ন জনজাতির মানুষজন এই পুজোয় অংশ নেন।
করম গাছের ডালে ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করা হয় বিশেষ দিনে। ভালো ফসলের জন্য এই করম পুজো করা হয়। অবিবাহিত মেয়েরা উপোস করে। গ্রামের যুবকদের দল জঙ্গলে যায় এবং কাঠ, ফল এবং ফুল সংগ্রহ করে। করম ঈশ্বরের পুজোর সময় এগুলোর প্রয়োজন হয়। উৎসব উপলক্ষ্যে নাচ ও গানের উৎসবও হয়ে থাকে।