রাজ্যের জন্য সুখবর, চলতি মাসে কেন্দ্রের থেকে ১৬০০ কোটি টাকা পেতে চলেছে নবান্ন

0
29

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৯ অগাস্ট, কলকাতাঃ রাজ্যের জন্য সুখবর। আগামী ১০ দিনের মধ্যে ১৬০০ কোটি টাকা পেতে চলেছে রাজ্য সরকার। সূত্রের খবর, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক থেকে এই টাকা দেওয়া হবে রাজ্যের পঞ্চায়েত দপ্তরকে।

রাস্তাঘাটের উন্নয়ন, পানীয় জল এবং নিকাশির কাজে এই টাকা ব্যবহার হবে বলে পঞ্চায়েত দপ্তর সূত্রে জানা গিয়েছে। প্রত্যেকটি রাজ্য প্রতি আর্থিক বছরেই পঞ্চদশ অর্থ কমিশনের অনুদান হিসেবে কমবেশি ৩৫০০ কোটি টাকা করে পায়। এবছর সেই টাকারই প্রথম ধাপের অর্থ পেতে চলেছে পঞ্চায়েত দপ্তর।

যদিও আগের আর্থিক বছরগুলিতে এই কমিশনের যে টাকা পেয়েছিল রাজ্য, তার ২৫০০ কোটি টাকা এখনও খরচ করে উঠতে পারেনি। তাই নতুন টাকা ঢোকার খবর মেলার পরেই, সব জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে, যত সম্ভব কাজ করে দ্রুত খরচ করতে হবে উদ্বৃত্ত টাকা।

১০ দিনের মধ্যে এই যে টাকা ঢুকবে, সেই ১৬০০ কোটি টাকার ৭৫ শতাংশ আবার খরচ হওয়ার পরে, তবেই বাকি টাকা নভেম্বরের মধ্যে ঢুকবে। সেই কারণেই মঙ্গলবার পঞ্চায়েত দপ্তর তড়িঘড়ি বৈঠক করে টাকা খরচ করার জন্য দ্রুত নির্দেশ দিয়েছে জেলাশাসকদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here