খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩১ জুলাই, কলকাতাঃ ভাঙড় থেকে ১৪৪ ধারা তুলে নিল রাজ্য। সোমবার হাইকোর্টে রাজ্য জানায়, এদিন থেকে ভাঙড় থেকে তুলে নেওয়া হয়েছে ১৪৪ ধারা। তাই নওশাদের সেখানে ঢুকতে আর কোনও বাধা রইল না।
পঞ্চায়েত ভোট পর্বে দফায় দফায় উত্তপ্ত হয়েছিল ভাঙড়। মনোনয়ন পর্ব থেকে গণনা পর্ব, ভাঙড়ের একাধিক এলাকায় গুলি, বোমাবাজি, প্রাণহানির মতো ঘটনা ঘটে। তৃণমূল-আইএসএফ সংঘর্ষে রক্ত ঝরেছে। পরিস্হিতি নিয়ন্ত্রণে সেখানে জারি হয় ১৪৪ ধারা। ভোট পর্ব মিটে যাওয়ার পরেও ভাঙড়ে জারি ছিল ১৪৪ ধারা।
সেই কারণে ১২ এবং ১৭ জুলাই পরপর দু’ বার এলাকায় ঢুকতে বাধা দেওয়া হয়েছিল সেখানকার বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। সেই নিয়ে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীকে চিঠিও লেখেন আইএসএফ বিধায়ক। সেইসঙ্গে হাইকোর্টে মামলা করেন।
সোমবার এই সংক্রান্ত মামলাটি ওঠে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে। সেই শুনানিতে রাজ্য সরকার আদালতে জানিয়ে দেয় সোমবার থেকেই ভাঙড়ের ১৪৪ ধারা প্রত্যাহার করা হচ্ছে। ফলে নওশাদের মামলার আর কোনও যৌক্তিকতা নেই। এর আগে শওকত মোল্লাও ভাঙড় থেকে ১৪৪ ধারা তুলে নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন বিধানসভার বদল অধিবেশনে।
প্রসঙ্গত মনোনয়ন পর্ব থেকে ভাঙড়ে উত্তেজনা ছড়ায়। মনোনয়ন পর্বে দুই তৃণমূল ও এক আইএসএফ সমর্থকের মৃত্যু হয়। ভোটগণনার দিনও উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। পুলিশের সঙ্গে নওশাদ সিদ্দিকির দলের সমর্থকদের লড়াই বাঁধে। গুলিতে আহত হন বারুইপুর পুলিশের এএসপি সহ দুই পুলিশকর্মী। এই ঘটনার পর সম্প্রতি ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।