ছয় দফা দাবিতে জেলা পরিষদের অতিরিক্ত জেলাশাসক ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত কর্মী সমিতি

37

কোচবিহার, ১৮ মার্চঃ ছয় দফা দাবীকে সামনে রেখে জেলা পরিষদের অতিরিক্ত জেলাশাসক ও অতিরিক্ত নির্বাহী আধিকারিকে ডেপুটেশন প্রদান করলো পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত কর্মী সমিতি। মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ কোচবিহার জেলা পরিষদের সামনে আসেন পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত কর্মী সমিতির সদস্যরা। সেখানে এসে তারা বিক্ষোভ সমাবেশ তৈরি করে এবং ছয় দফা দাবি ভিত্তিতে তারা জেলা পরিষদের এডিএমকে ডেপুটেশন দেন।

সংগঠনের দাবি, অবিলম্বে গ্রাম পঞ্চায়েত কর্মীদের বকেয়া পদন্নতি কার্যকর করা, গ্রাম পঞ্চায়েত কর্মীদের গ্রেদেশন লিস্ট প্রকাশ করা, গ্রাম পঞ্চায়েত কর্মীদের পরিচয় পত্র প্রদান, গ্রাম পঞ্চায়েত স্তরে চুক্তিভিত্তিক জিপি কর্মীদের স্থায়িকরণ এবং সমকাজে সমবেতন, গ্রাম পঞ্চায়েত কর্মীদের সার্ভিস বুক আপ টু ডেট রাখা ও বকেয়া মহার্ঘ্য ভাতা অবিলম্বে প্রদান করার দাবি জানায় তারা। পাশাপাশি অবিলম্বে দাবিগুলি না মেটানো হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা।