নিয়োগ দুর্নীতি মামলায় তলব, বুধ সকালে ইডি দপ্তরে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ 

0
89

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৪ সেপ্টেম্বর, কলকাতা: রাজ্যের প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে তলব করেছিল ইডি। সেই তলব পেয়ে বুধবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে পৌঁছালেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। রাজ্যের ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের দফতরের মন্ত্রী চন্দ্রনাথ।

সম্প্রতি অখিল গিরি মন্ত্রিত্ব ছাড়ার পরে তাঁর হাতে থাকা কারা দফতরের দায়িত্বও সরকার দিয়েছিল চন্দ্রনাথকে। সেই চন্দ্রনাথের নাম প্রথম নিয়োগ মামলায় প্রকাশ্যে আসে তদন্তকারীরা কুন্তল ঘোষের ডায়েরিতে তাঁর নামের উল্লেখ পাওয়ার পরে।

তার পরিপ্রেক্ষিতে  গত ২২ মার্চ, শুক্রবার ইডি আধিকারিকরা বোলপুরের নিচুপট্টিতে থাকা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে হানা দেন। তল্লাশি শেষে ইডি সূত্রে জানা গিয়েছিল, মন্ত্রীর বাড়ি থেকে নগদ ৪১ লক্ষ টাকা এবং একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল। এই তল্লাশির এক সপ্তাহের মধ্যে মন্ত্রীকে তলব করেছিল ইডি। তখন তিনি নিজে না এসে তাঁর এক প্রতিনিধিকে পাঠিয়েছিলেন।

ইডি সূত্রে খবর, ওই ফোন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই বুধবার ফের ডেকে পাঠানো হয়েছে চন্দ্রনাথকে। আজ তার বয়ান রেকর্ড করবেন তদন্তকারীরা ৷ অন্যদিকে, মন্ত্রীর ফোনে বেশ কিছু গুরুত্বপূর্ণ নম্বর এবং হোয়াটসঅ্যাপ কথোপকথন পেয়েছিলেন তদন্তকারীরা । মনে করা হচ্ছে, সেই সকল বিষয়ে মন্ত্রীর কাছ থেকে জানতে চাইবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here