খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৬ জুলাই, কলকাতাঃ
পঞ্চায়েত ভোটের দিন সবেতন ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। ৮ জুলাই, শনিবার রাজ্যের ২২টি জেলায় যেখানে পঞ্চায়েত ভোট হবে, সেখানে রাজ্য সরকারের সমস্ত অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, অন্যান্য সরকারি প্রতিষ্ঠান, দোকান, কলকারখানা-সহ বিভিন্ন বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানে ছুটি থাকবে।
জানা গিয়েছে, সবেতন ছুটি পাবেন রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মচারী সহ বেসরকারি কর্মচারীরাও। আগেই এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল রাজ্যের শ্রম দপ্তর। পরে ওই বিজ্ঞপ্তির কথা উদ্ধৃত করে রাজ্য নির্বাচন কমিশনের তরফে ২২টি জেলার জেলাশাসকের কাছে নোটিস পাঠানো হয়। রাজ্যের পুরসভা এলাকায় কর্মসূত্রে থাকেন, অথচ পঞ্চায়েত এলাকার ভোটার— এমন ব্যক্তিদেরও সবেতন ছুটি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।