মহাকুম্ভে নজর কাড়ছেন এই সুন্দরী সাধ্বী! কী তাঁর পরিচয়?

339

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ১৪ জানুয়ারি, প্রয়াগরাজ: মহাকুম্ভে মকর সংক্রান্তির সকালেই এক কোটির বেশি পুণ্যস্নান সেরেছেন। এই বিপুল ভিড়ের মাঝে এক ‘সুন্দরী সাধ্বী’ নজর কেড়েছেন দেশ তথা বিশ্ববাসীর। সুন্দরীর বিভিন্ন ছবি ইতিমধ্যেই মহাকুম্ভের সেরা রূপসী সাধ্বী হিসেবে ভাইরাল হয়ে গিয়েছে। তাঁর নাম হর্ষা রিচারিয়া।

১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ, প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ পুণ্যস্নান করতে আসছেন প্রয়াগরাজে। আর সেখানেই সবার চোখ টানছেন কপালে হলুদ তিলক আর লাল সিঁদুরের টিপ পরা এই সুন্দরী। তাঁর আসল পরিচয়টা কী? জানা গিয়েছে, হর্ষা আসলে একজন অ্যাঙ্কর, মডেল, ইনফ্লুয়েন্সার। ইনস্টাগ্রামেও প্রায় ১ মিলিয়ন ফলোয়ার রয়েছে তাঁর।

তবে তাঁর পরিচয় জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমি উত্তরাখণ্ড থেকে মহাকুম্ভে এসেছি এবং আচার্য মহামণ্ডলেশ্বরের শিষ্যা। জীবনে অনেক কিছু অর্জন করে ফেলেছি অভিনয়, সঞ্চালনা ও বিশ্ব ভ্রমণ করে। আমি বুঝেছি এসব করে প্রকৃত শান্তি পাওয়া যায় না। খ্যাতি বা স্বীকৃতি থাকতে পারে, কিন্তু কোনও শান্তি নেই। যখন ভক্তি আকর্ষণ করতে শুরু করে, তখন জাগতিক সংযোগ থেকে দুরে সরে এসে প্রার্থনা, স্তোত্র এবং ঈশ্বরের প্রতি ভক্তিতে নিমজ্জিত হতে হয়।’

তবে মহাকুম্ভে হর্ষার এই সাধ্বীর বেশ দেখে তাঁকে ভন্ড বলেও সম্বোধন করছেন কেউ কেউ। অনেকেই বলছেন সমাজমাধ্যমে ফলোয়ার বাড়ানোর কৌশল এটা। মহাকুম্ভের সুন্দরী সন্ন্যাসিনী হর্ষা, আদৌও  সত্যিকারের সাধ্বী কি না তা নিয়ে তর্ক-বিতর্ক থাকতেই পারে, তবে তিনি যে মহাকুম্ভের হাত ধরে নেটপাড়ায় ঝড় তুলে দিয়েছেন, তা নিয়ে কোনও সন্দেহ থাকতে পারে না।